পাতা:চিকিৎসাসার.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8X প্রকার বস্তু আছে। আর প্রত্যেক শিরের চতুঃপাশ্বে তাহা ঢাকিয়া রাখিবার জন্যে অতিশয় পাতলা চৰ্ম্মের খাপের ন্যায় এক ২ থৈলি আছে, তৎপ্রযুক্ত তাহারা পরস্পর পৃথক থাকে, ঐ খাপের মধ্যে সেই শির সৰ্ব্বদা খেলিতেছে । ইন্দ্রিয়তারের বিবরণ। ইন্দ্রিয়তারসমূহ জোড়া ২ হইয়া মগজহইতে উৎপন্ন হইয়াছে, ও তাহার দ্বারা শরীরের চেতনা জন্মে । সে তার অতিশয় কোমল ও শুক্লবৰ্ণ এবং স্থতার ন্যায়। শরীরের মাংসাদি কাটিবার সময় তাহার মধ্যস্থিত মোট ২ তার সকল দৃশ্ব হয়, কিন্তু সরু ২ তার দৃশ্ব হইতে পারে না। ঐ তার মেরুহাড় ও মগজহইতে উনচল্লিশ জোড়া উৎপন্ন হইয়াছে। ঐ উনচল্লিশ জোড়াহইতে শাখার ন্যায় হইয়া অন্য ২ তার উৎপন্ন হইয়াছে। ঐ উনচল্লিশ জোড়ার মধ্যহইতে ৯ নয় জোড়া মগজহইতে উৎপন্ন হইয়া চক্ষু ও কর্ণ ও নাসিক এবং জিহাতে ব্যাপ্ত হইয়াছে। অার মগজহইতে যে তার মেরুহাড়ের ভিতরে প্রবেশ করে, তাহাহইতে বাকি ত্রিশ ৩০ জোড়া তার উক্ত হাড়ের প্রত্যেক গাইটের উভয় পাশ্বের দ্বারা নির্গত হয়। পরে ঐ কএক জোড়াহইতে শাখার ন্যায় লক্ষ ২ তার উৎপন্ন হইয়া সকল к 3