পাতা:চিকিৎসাসার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 রক্ত ও নাড়ীর বিবরণ । রক্তগমনাগমনের নিমিত্তে অনেক নাড়ী অাছে, তাহা সমস্ত শরীরে ব্যাপ্ত হইয়াছে। শরীরের মধ্যে রক্তবাহিনী নাড়ী দুই প্রকার আছে। প্রথম প্রস্থান নাড়ী, দ্বিতীয় গ্রহণী নাড়ী। প্রস্থান নাড়ীর দ্বারা অন্তঃকরণহইতে রক্ত বাহির হইয়া আসিয়া সকল শরীরে ব্যাপ্ত হয়। ঐ নাড়ী উদরাদি অঙ্গের ভিতরে মোটা হয়, কিন্তু বাহিরে স্থান বিশেষে ভিন্ন ২ হইবাতে সরু হয়। ঐ নাড়ীর চিকু এই, যে শরীরের মধ্যে টিপিবার সময় ধুক ২ করে, এই প্রকার যে নাড়ী সে প্রস্থান নাড়ী। যদি কোন ৰূপে ঐ নাড়ী ছেদন হয়, তবে তাহণহইতে অতিশয় লালবর্ণ রক্ত পিচকারির ন্যায় সজোরে বাহির হয়, কোন মতে বন্ধন করিতে বিলম্ব হইলে মনুষ্য শীঘ্র মরিতে পারে। এই প্রকার নাড়ীসমুহ অন্তঃকরণহইতে উদ্ভব হইয়াছে । দ্বিতীয় । গ্ৰহণী নাড়ী শরীরের সকল রক্তকে আকর্ষণ করিয়া আনিয়া অন্তঃকরণেতে জমা করে। সে নাড়ী ধুক ২ করে না। ঐ নাড়ী কোন প্রকারে ছিন্ন হইলে তাহাতে কালো বর্ণ রক্ত দৃশ্য হয়, ও তাহ শীঘ্ৰ বদ্ধ হয়। ঐ নাড়ীসমুহ শরীরহইতে উৎপন্ন হইয়াছে, ও তাহদের মুখ অন্তঃকরণের সহিত যুক্ত আছে ।