পাতা:চিকিৎসাসার.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ २. জ্বরেতে ও জলোদরীতে এই প্রকার চিকু দেখিতে পাওয়া যায় । তৃতীয়, মল নির্গত হওনের চিহ্ন । মলেতে পাচ প্রকার চিহ্ন আছে । ১ মেটেরঙ্গের মল । যদি কলিজার রস বিগড়িয়া যায়, কিম্বা অলপ হয়, তবে মৃত্তিকাবর্ণ মল নিগর্ত হয়। ২ শুক্লবৰ্ণ মল ৷ কলিজার রস সম্পূৰ্ণৰূপে বন্দ হইলে শুক্লবৰ্ণ মল নির্গত হয়, কিম্বা খাদ্য দ্রব্যের রঙ্গ অধিক বদল না হইয়া প্রায় সেই বর্ণের মল নিগত হয়। অজীর্ণ রোগেতে এই প্রকার চিহ্ল দেখিতে পাওয়া যায়। ৩ কালোবর্ণ মল । কলিজার রস অধিক হইলে অর্থাৎ মলের সঙ্গে মিশ্রিত হইয়া অধিক বাহির হইলে মল কৃষ্ণবর্ণ হয়। কলিজার রোগেতে এই প্রকার চিকু দেখিতে পা ওয়া যায় । ৪ জলের ন্যায় মল । অান্ত্রিকের ভিতরে কোন রোগ জন্মিলে যখন শোষক নাড়ী জীর্ণ রস পদার্থকে শুষিতে না পারে,