পাতা:চিকিৎসাসার.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:8 ৩ লাল জিহ্বা । জিহার চতুস্পার্শ্বে লালবর্ণ হইলে জানা যায় যে পেটের নলী কিম্বা জীর্ণ ঘর দগ্ধ হইতেছে। পঞ্চম, নিশ্বাস । নিশ্বাস গরম হয় ও শীঘ্ৰ চলে, নানা প্রকার জ্বরেতে এই প্রকার চিকু দেখিতে পাওয়া যায় । ষষ্ঠ, চন্মের চিহ্ন । চৰ্ম্মেতে দুই প্রকার চিন্তু আছে। সুস্থ লোকের শরীরকহতে নিত্য ২ কিঞ্চিৎ ২ ঘৰ্ম্ম নির্গত হয়। কিন্তু যদি স্যাৎ কখন অলপ কখন বা অধিক ঘৰ্ম্ম নিগত হয়, তবে জানিবে যে এ শরীরে কোন রোগ অাছে। তাহার বিশেষ চিত্ন । ১ চিহ্ল । কতক দুর্বল রোগেতে অর্থাৎ পালা জ্বর এবং ক্ষয় কাশ ইত্যাদি রোগেতে শরীরহইতে অধিক ঘাম নির্গত হয় । ২ চিজু | কখন ২ শরীরহইতে ঘৰ্ম্ম অম্প নিৰ্গত হয়, কিম্বা একেবারে বন্দ হয়। নানা প্রকার জ্বরেতে ও প্লীহা