পাতা:চিকিৎসাসার.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీశ్రీ চক্ষু ভারি বোধ হয়। সেই সময়ে মস্তক ক্ষেীর করিয়া শীতল জলে কাপড় ভিজাইয়া সৰ্ব্বদা মস্তকের উপরে বসাইবে, আর চক্ষু ও কর্ণ এই দুএর মধ্য স্থলের উপরে (অর্থাৎ রগেতে) এক দিগে চারিটার হিসাবে উভয় দিগে অষ্টট জোক বসাইবে, ও পেট পরিষ্কার করিবার নিমিত্ত্বে উপর লিখিত উপায় করিবে। কিছু দিবস গত হইলে পরে পুনরায় যদি স্যাৎ ঐ শীরম মগজহইতে অধিক বাহির হয়, যাহাতে অধিক পাগল কিম্বা অচেতন হয়, তবে শীঘ্র নীচের লিখিত উপায় করিতে হইবে । মস্তক ক্ষেীর করিয়া নিত্য ২ কিম্বা ঘণ্টায় ২ ভিজা বস্ত্র মস্তকে বসাইবে, আর ঘাড়ের গাইটে কর্ণহইতে কর্ণ পর্য্যন্ত একটী ব্রিষ্টর অর্থাৎ ফোস্কাজনক মলম বসাইবে, এবং মুখ আসা পর্য্যন্ত কালামিল, ফি বারে এক রতি ওজনে দিবসের মধ্যে তিন সন্ধ্যাতে তিন বার খাওয়াইবে। ঐ দুই প্রকার উপায়ের দ্বারা যদি স্যাৎ অতিশয় বড় ফোস্কা হয়, ও শীঘ্ৰ মুখ আইসে, তবে তাঙ্গর দ্বারা ঐ শীরম সুশীতল হইয়া উক্ত ব্যাধি আরাম হইতে পারে। কিন্তু যদ্যপি ফোস্কা না হয় এবং মুখ না আইসে, তবে আরাম হওয়া বড় কঠিন । জ্বর আরাম হইলে পরে যাহাতে শরীর বলিষ্ঠ হয়, এমত ঔষধি খাওয়াহঁতে হইবে, এবং উত্তম আ