পাতা:চিকিৎসাসার.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q8 একষ্টকট কলোসিন্ট . . . . . . ২ রতি এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া দুইটী গুলি তৈয়ার করিয়া প্রয়োজনানুসারে রাত্ৰিযোগে খাইবে । বাতজরের বিবরণ । চিহয় । শরীরের অস্থিসমূহ বেদনা করে, বড় শক্ত জ্বর কয়, আঙ্কারে অরুচি হয়, কখন ২ পায়েতে কিম্বা হাতেভে রক্ত খনে পড়ে, ও সে স্থান বেদনা করে । কারণ | সরদিহইতে তাঙ্কণর উৎপত্তি হয় । নানা প্রকণরের বাত আছে। যদি স্যাৎ বাতের সমিষ্ট অধিক জ্বর শরীরে থাকে, তবে ঔষধ মালিস করিতে এবং খাইতে হইবে, আর যদি স্যাৎ কেবল হাড় বেদনা করে এবং শরীর অপপ গরম হয়, তবে ঔষধ কেবল মালিস করিলেই ভাল হয়। খাইবার নিমিত্তে অধঃস্থ ঔষধ নিযুক্ত করা যাইতেছে । ঔষধ । ক্তিরাকস • • • • • • • • • • ৩ রতি