পাতা:চিকিৎসাসার.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q习 এই সকল দ্রব্যকে একত্র চুর্ণ করিয়া, অষ্ট ভাগ করিয়া প্রত্যেক ভাগকে মাথ গুড়ের সঙ্গে মিশিত করিয়া প্রত্যহ আট বারেতে খাইবে। আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ ঐ প্রকার করবে। পাশ্বশূলের বিবরণ। চিহ্ন । নিশ্বাস চলিবার সময়ে বেদন হইয়া বক্ষঃস্থলের নীচে শুল বিন্ধে, ও নাড়ী শীঘ্ৰ চলে, ও নিশ্বাস শীঘ্র বাহির হয়, ও শীত করে, ও অলপ জ্বর হয়, আর পাজরের নীচে শুল বিন্ধে, এবং নিশ্বাস লইতে অশক্ত হয়। এই রোগ কখন ২ এক পাশ্বে, এবং কখন ২ দুই পাশ্বে হয়, কিন্তু দুই পাশ্বে হইলেই আরাম হওয়া বড় কঠিন । কারণ । ফুসফুসের উপরে এবং বক্ষঃস্থলের নীচে যে পরদা আছে, সেই পরদার দাহ বশতঃ দুষ্ট রক্ত জমা হইলে ঐ রোগের উৎপত্তি হয়। উপায় । এই রোগ নিবারণের উপায় শীঘ্ৰ করিতে হয়, কারণ শীঘ্ৰ বন্দ না হইলে বক্ষঃস্থলের ভিতরে এক প্রকার রক্তময় জল, যাহাকে শীরম বলা যায়, তাহ