পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মােতিবিল


নাম তার মোতিবিল,
বহুদূর জল।
হাঁসগুলি ভেসে ভেসে
করে কোলাহল।
পাঁকে চেয়ে থাকে বক,
চিল উড়ে চলে,
মাছরাঙা ঝুপ ক’রে
পড়ে এসে জলে।

হেথা হোথা ডাঙা জাগে।
ঘাস দিয়ে ঢাকা,
মাঝে মাঝে জলধারা
চলে আঁকাবাঁকা।
কোথাও বা ধানখেত
জলে আধো ডোবা,
তারি ’পরে রোদ প’ড়ে
কিবা তার শোভা!