বিষয়বস্তুতে চলুন

পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫১

ভোতন-মােহন

ভােতন-মােহন স্বপ্ন দেখেন—
চড়েছেন চৌঘুড়ি,
মােচার খােলার গাড়িতে তাঁর
ব্যাঙ দিয়েছেন জুড়ি।

পথ দেখালো মাছরাঙাটায়,
দেখল এসে চিংড়িঘাটায়
ঝুম‍্কো ফুলের বােঝাই নিয়ে
মােচার খোলা ভাসে।
খােকন-বাবু বিষম খুশি,
খিল‍্খিলিয়ে হাসে।