পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২

স্বপন

দিনে হই এক-মতাে,
রাতে হই আর।
রাতে যে স্বপন দেখি
মানে কী যে তার!

আমাকে ধরিতে যেই
এল ছােটো কাকা
স্বপনে গেলাম উড়ে
মেলে দিয়ে পাখা।
দুই হাত তুলে কাকা
বলে, থামাে থামাে,
যেতে হবে ইস্কুলে
এই বেলা নামো।

আমি বলি, কাকা, মিছে
করে চেঁচামেচি,
আকাশেতে উঠে আমি
মেঘ হ’য়ে গেছি।