এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এক ছিল বাঘ
বাঘ বলে, কথা বলে বুটো,
নেই কি আমার চোখ দুটো ?
গায়ে কিসে দাগ হ’ল লোপ না মাখিলে গ্রিসেরিন সোপ ?
পুটু বলে, আমি কালোকৃষ্টি,
কখনো মাখি নি ও জিনিসটি ।
কথা শুনে পায় মোর হাসি, নই মেম-সাহেবের মাসি ।
বাঘ বলে, নেই তোর লজ্জা ?
খাব তোর হাড় মাস মজ্জা ।
পুটু বলে, fছ ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ ।
জানে না কি আমি অস্পৃশ্ব, মহাত্মা গাধিজির শিষ্য ?
অামার মাংস যদি থাও জাত যাবে, জানো না কি তাও ?
পায়ে ধরি, করিয়ো না রাগ—
《업