এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ԳՀ
চিত্ৰবিচিত্র
'আরে আরে, চলল কোথায়?
হাবুড়ার ব্রিজ বলে, ‘একটুকু আর নড়লে আমি
পড়ব খ’সে জলে ।”
বড়োবাজার মেছোবাজার
চিনেবাজার থেকে — *স্থির হয়ে রও” “স্থির হয়ে রও” বলে সবাই হেঁকে । আমি ভাবছি যাকৃ-না কেন,
ভাবনা কিছুই নাই— কোলকাতা নয় দিল্লি যাবে
কিম্বা সে বোম্বাই ।
হঠাৎ কিসের আওয়াজ হ’ল,
তন্দ্র। ভেঙে যায়—
তাকিয়ে দেখি কোলকাতা সেই
আছে কোলকাতায় ।