পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

লাইনো হরপে ছাপা না হইলে বিশ্বভারতী-প্রকাশিত রবীন্দ্রগ্রন্থাবলীতে, পদের প্রথম ব্যঞ্জনবর্ণ-আশ্রিত ' ্য্া' উচ্চারণ বুঝাইতে ` ে ' হরপটি ব্যবহৃত হয়। যেমন, “ভ্যাড়া’ শব্দটি ‘ভেড়া’ ছাপা হইতে পারে এবং 'যেন' 'কেন' উচ্চারণের দিক দিয়া ‘জ্যান’ ‘ক্যান’ এরূপ বুঝিতে হইবে।