পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৮
সুন্দরবনের বাঘ

সুঁদর-বনের কেঁদো বাঘ,
সারা গায়ে চাকা চাকা দাগ।
যথাকালে ভােজনের
কম হ’লে ওজনের
হ’ত তার ঘােরতর রাগ।

এক দিন ডাক দিল গাঁ-গাঁ—
বলে, তাের গিন্নিকে জাগা।
শােন বটুরাম ন্যাড়া,
পাঁচ জোড়া চাই ভেড়া,
এখনি ভােজের পাত লাগা।

বটু বলে, এ কেমন কথা,
শিখেছ কি এই ভদ্রতা।
এত রাতে হাঁকাহাঁকি
ভালাে না, জানাে না তা কি?
আদবের এ যে অন্যথা।