পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৪
চিত্রবিচিত্র

রােদের তাপে হাওয়া কাঁপে,
মাঠের বালি তেতে যায়।
পাকুড়-তলার ঘাটে গােরু
দিঘিতে জল খেতে যায়
ডিঙি চলে ধিকি ধিকি,
নদীর ধারা মিহি।
দুপুর-রােদে আকাশে চিল
ডাক দিয়ে যায় চিঁহি।
লখা চলে ছাতা মাথায়,
গৌরী কোনের বর-
ড্যাঙ, ডাঙা ড্যাঙ, বাদ্যি বাজে,
চড়ক-ডাঙায় ঘর।

হাঁটুজলে পার হয়ে যায়
মরা নদীর সেতা,
পাড়ির কাছে পাঁকে ডিঙি
আধখানা রয় পোঁতা।
এনামেলের-বাসন-ভরা
চলেছে এক ঝাঁকা,
কামার পিটোয় দুমদুমিয়ে
গােরুর গাড়ির চাকা