পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৬
চিত্রা।
দিনশেষে।

দিন শেষ হয়ে এল, আঁধারিল ধরণী;
আর বেয়ে কাজ নাই তরণী।
“হাঁগো এ কাদের দেশে
বিদেশী নামিনু এসে,”
তাহারে শুধানু হেসে যেমনি-
অমনি কথা না বলি’
ভরা ঘট ছলছলি’
নতমুখে গেল চলি তরুণী!
এ ঘাটে বাঁধিব মোর তরণী।


নামিছে নীরব ছায়া ঘন বন-শয়নে,
এদেশ লেগেছে ভাল নয়নে।
স্থির জলে নাহি সাড়া,
পাতাগুলি গতিহারা,
পাখী যত ঘুমে সারা কাননে,—
শুধু এ সোনার সাঁঝে
বিজনে পথের মাঝে