পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
উৎসব।
১২৭

সাজায়েছ পুষ্প ডালা
নূতন নবীন,
আজি বসন্তের দিন।


ওগো তুমি কি উতলাসম বেড়াইছ ফিরে
মোর হৃদয়ের তীরে?
তোমারি কি চারিপাশ
কাঁপে শত অভিলাষ,
তোমারি কি পট্টবাস
উড়িছে সমীরে?
নব গান তব মুখে
ধ্বনিছে আমার বুকে,
উচ্ছ্বাসিয়া সুখে দুখে
হৃদয়ের তীরে
তুমি বেড়াইছ ফিরে!


আজি  তুমি কি দেখিছ এই শোভা রাশি রাশি
ওগো মনোবনবাসী!
আমার নিঃশ্বাসবায়
লাগিছে কি তব গায়?