পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দুরাকাঙ্ক্ষা।
১৪১

তাই এ বীণায় বাজেনা কেবল
একখানি তার,—
 আছে তাহা শুধু মৌন মহৎ
পুজা-উপহার।”

৪ ফাল্গুন,
১৩০২।



দুরাকাঙ্ক্ষা।

কেন নিবে গেল বাতি?
আমি অধিক যতনে ঢেকেছিনু তারে
জাগিয়া বাসররাতি,
তাই নিবে গেল বাতি।

কেন ঝরে গেল ফুল?
আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে
চিন্তিত ভয়াকুল,
তাই ঝরে গেল ফুল।