পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মৃত্যুর পরে।
২৫

যত কিছু ভালমন্দ,
যত কিছু দ্বিধাদ্বন্দ্ব
কিছু আর নাই!
বল শান্তি, বল শান্তি,
দেহসাথে সব ক্লান্তি
হয়ে যাক্ ছাই!


গুঞ্জরি’ করুণ তান
ধীরে ধীরে কর গান
বসিয়া শিয়রে!
যদি কোথা থাকে লেশ
জীবন-স্বপ্নের শেষ
তাও যাক্‌ মরে!
তুলিয়া অঞ্চলখানি
মুখ পরে দাও টানি,
ঢেকে দাও দেহ!
করুণ মরণ যথা
ঢাকিয়াছে সব ব্যথা,
সকল সন্দেহ!