পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩২
চিত্রা।

কত শিক্ষা পৃথিবীর
খসে’ পড়ে জীর্ণচীর,
জীবনের সনে,
সংসারের লজ্জাভয়
নিমেষেতে দগ্ধ হয়
চিতা-হুতাশনে;
সকল অভ্যাস-ছাড়া
সর্ব্ব আবরণ হারা
সদ্য শিশুসম
নগ্নমূর্তি মরণের
নিষ্কলঙ্ক চরণের
সম্মুখে প্রণম’!


আপন মনের মত
সঙ্কীর্ণ বিচার যত
রেখে দাও আজ!
ভুলে যাও কিছুক্ষণ
প্রত্যহের আয়োজন,
সংসারের কাজ!