পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মৃত্যুর পরে।
৩৩

আজি ক্ষণেকের তরে
বসি বাতায়ন পরে
বাহিরেতে চাহ!
অসীম আকাশ হতে
বহিয়া আসুক্‌ স্রোতে
বৃহৎ প্রবাহ!


উঠিছে ঝিল্লির গান,
তরুর মর্ম্মর তান,
নদী কলস্বর,
প্রহরের আনাগোনা
যেন রাত্রে যায় শোনা
আকাশের পর!
উঠিতেছে চরাচরে
অনাদি অনন্তস্বরে
সঙ্গীত উদার
সে নিত্য-গানের সনে
মিশাইয়া লহ মনে
জীবন তাহার!