পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মৃত্যুর পরে।
৩৭

ঊর্দ্ধে ওই দেখ চেয়ে
সমস্ত আকাশ ছেয়ে
অনন্তের দেশ,
সে যখন একধারে
লুকায়ে রাখিবে তারে
পাবি কি উদ্দেশ?


ওই হের সীমাহারা
গগনেতে গ্রহতারা
অসংখ্য জগৎ,
ওরি মাঝে পরিভ্রান্ত
হয় ত সে একা পান্থ
খুঁজিতেছে,পথ!
ওই দূর দূরান্তরে
অজ্ঞাত ভুবন পরে
কভু কোন খানে
আর কি গো দেখা হবে,
আর কি সে কথা কবে,
কেহ নাহি জানে!