পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শীতে ও বসন্তে।
৭৩


শাদাটিরে শাদা বলে,
কালো যাহা তাই কৃষ্ণ।

কত মাস এই মত
একে একে হ’ল গত,
আমি দেশহিতে রত
সব দ্বার করি বন্ধ।
হাসি গীত গল্পগুলি
ধূলিতে হইল ধূলি,
বেঁধে দিয়ে চোখে ঠুলি
কল্পনারে করি অন্ধ।
নাহি জানি চারি পাশে
কি ঘটিছে কোন্ মাসে,
কোন্ ঋতু কবে আসে,
কোন্ রাতে উঠে চন্দ্র।
আমি জানি, কুশিয়াণ
কতদুরে আগুয়ান,
বজেটের খতিয়ান্‌
কোথা তার আছে রন্ধ্র।

১০