পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৪
চিত্রা।


আমি জানি কোন দিন
পাশ হল কি আইন,
কুইনের বেহাইন্
বিধবা হইল কল্য;
জানি সব আটঘাট;—
গেজেটে করেছি পাঠ
আমাদের ছোটলাট
কোথা হতে কোথা চল্ল।

একদিন বসে বসে
লিখিয়া যেতেছি কসে’
এদেশেতে কার দোষে
ক্রমে কমে’ আসে শস্য;
কেনই বা অপঘাতে
মরে লোক দিবারাতে,
কেন ব্রাহ্মণের পাতে
নাহি পড়ে চর্ব্ব্য চোষ্য।
হেনকালে দুদ্দাড়,
খুলে গেল সব দ্বার,