পাতা:জয়তু নেতাজী.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গান্ধীজী ও নেতাজী
৯১

লও; না পার, সে তোমাদেরই অক্ষমতা।[১] ইহাতে ইংরেজের কোন ষড়যন্ত্র নাই, তাহারা ত’ কোথাও রহিল না,—হিন্দুই হোক, আব মুসলমানই হোক, তাহারা ত’ ইংরেজ নয়, তাহাদের হাতেই ইংরেজ সর্ব্বস্ব ছাড়িয়া দিয়াছে। ইংরেজের কোন কু’ মতলব নাই, এমন কি—

 “If the Constituent Assembly fizzles out it will not be because the British are wicked every time; it will be because we are fools, or shall I say even wicked”. (_ই জুলাই-এর সংবাদে ‘হরিজন’ হতে উদ্ধৃত)।

 অর্থাৎ “গণ-পরিষদ গঠন যদি শেষ পর্য্যন্ত একটা নিষ্ফল চেষ্টায় পরিণত হয়, তাহার কারণ, এই নয় যে, ইংরেজী প্রতিবারেই দুর্ব্বৃত্তপনা করিতেছে; এবং আমরাই নির্ব্বোধ শুধু নির্ব্বোধ নয়, আমবাই দুর্ব্বৃত্ত।”

 —ইংরেজের প্রতি এই বিশ্বাস, এবং ইংরেজের ঐ ব্যবস্থাতেই সন্তুষ্ট হইবার কারণ, আশা করি, আর বলিতে হইবে না, বরং আমি গান্ধী-নীতির যে ব্যাখ্যা ও বিশ্লেষণ করিয়াছি— তাঁহার এই বর্ত্তমান উক্তিগুলি তাহারই সমর্থন করিতেছে। ঐ ব্যবস্থা দ্বারা ভারতের জাতীয়তা ও ঐক্যের মূলে যে কুঠারাঘাত হইল, উহা যে সদ্য-বিষের মত প্রাণহারী—উহার দ্বারা মুসলমানের সহিত প্রীতিস্থাপনও নয়, ইংরেজেরই শাসন-শৃঙ্খলকে আরও দৃঢ় করা হইল[২]—এই অতি সহজ সত্যকে

  1. গান্ধীজীর সকল ব্যবস্থাই এইরূপ অভ্রান্ত, যদি সুফল না ফলে, তবে দোষ মানুষগুলার, আজ এই যে অবস্থা হইয়াছে তাহার জন্য তাঁহার ঐ নীতি দায়ী নয়, আমরাই অক্ষম।}}
  2. কথাটায় কেহ চমকিত হইবেন না। ইংরেজ যে কিরূপ স্বাধীনতা দান করিয়াছে, তাহা এখনও যাহারা বুঝিতে পারেন নাই, তাহাদিগকে বুঝাইবার প্রয়োজনও নাই।