বিষয়বস্তুতে চলুন

পাতা:জয়তু নেতাজী.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৮
জয়তু নেতাজী

সঙ্গে বােঝাপড়া করিয়াই ত এতদিন স্বাধীনতার সিংহদ্বারের কপাট খুলিয়াছে। অবিশ্বাসী সুভাষ! গান্ধীজী ইংরেজ জাতিকে, বিশেষ করিয়া ঐ মন্ত্রীমিশন, এবং আরও বিশেষ করিয়া বড়লাট ওয়াভেলকে বিশ্বাস করিয়াছিলেন বলিয়াই ত’ স্বাধীনতাটি এমন নির্বিঘ্নে লাভ করা গেল,―এখন হজম করিতে যা একটু কষ্ট!]

* * *

 “Why do they talk big? Lengthy resolutions, high-sounding phraseology, frothy speeches, periodic doses of bellicose utterances, frequent references to a new order that need not be fought for, but will fall from the skies―Imperialism crashing under its own weight―all these fit in with what we know as Kerenskytactics and ill accord with the demands of ‘Real-Politik.’”

 [পণ্ডিত জবাহরলালের গগনবিদারী বক্তৃতার হুবহু বর্ণনা। এই ‘Kerensky-tactics গান্ধী-কংগ্রেসের একটি বড় অস্ত্র―ভাড়াটিয়া ভীমের গদা-আস্ফালনে এখনও আসর জমাইয়া রাখিয়াছে। আরও আসবাব-আয়ােজন আছে; বৈঠকখানায় নেহেরু-কৃপালানীর দল, কখনো বীর, কখনো করুণ, কখনো শান্ত রসের ঢেউ তুলিয়া মুগ্ধ দর্শকমণ্ডলীকে ‘আঙ্কোর’-রবে মুখর করিতেছে (প্রতিশ্রুতির আস্ফালন আছে, কার্য্যের কোনরূপ নির্দ্দেশ নাই!)। ঠাকুরঘরে বসিয়া গান্ধীজী ভাগবত-পাঠ করিতেছেন; সেখানে অহিংসা ও নিষ্কাম কর্ম্মের অপূর্ব্ব অনুপ্রেরণা-সঞ্চার হইতেছে, অর্থাৎ, এমন কর্ম্মের উপদেশ দেওয়া হইতেছে যাহা দেহধারী জীবকে সর্ব্ব কর্ম্মবন্ধন-মুক্ত করে; এবং