পাতা:জয়তু নেতাজী.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট
১৮৩

যাহারা তাহাদের সহিত যােগ দেওয়া বহুগুণে সম্মানজনক। আমাদের সর্বাপেক্ষা বিপদ হইয়াছে এই যে,―আমরা এহেন শত্রুর প্রতিও আমাদের হৃদয়ে মর্মান্তিক জ্বালা অনুভব করি না। আমাদের নেতারা ঐ শত্রুর সহিত মিতালি করিতে সর্ব্বদাই উৎসুক।

 ঐ নেতারা বাহিরের জগৎ-সভায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিষ উদ্গিরণ করিয়া থাকেন, অথচ ঘরের ভিতরে সেই সাম্রাজ্যবাদী মহাশত্রুকেই প্রেমালিঙ্গন করেন,―ইহার মত ধিক্কার ও লজ্জার বিষয় কি হইতে পারে? বন্ধুগণ, আমি যদি আরাম-কেদারায় বসিয়া কেবল রাজনীতির সৌখিন বাক্য-বিলাস করিতাম তবে আপনাদিগকে এইরূপ কঠিন সত্য কথা শুনাইতাম না। আমি এবং আমার সহচরগণ এক্ষণে ভীষণতম যুদ্ধে ব্যাপৃত আছি―আমার সঙ্গীরা রণক্ষেত্রে সাক্ষাৎ-মৃত্যুর সহিত খেলা করিতেছে। যাহারা এখনও সেই স্থান হইতে দূরে আছে তাহাদের জীবনও প্রতিমুহুর্ত্তে সঙ্কটাপন্ন, তাহারাও যখন-তখন আমার চক্ষের সম্মুখে শত্রুর বােমা ও মেশিন-গানের দ্বারা হত, আহত ৩ ছিন্নাঙ্গ হইতেছে। রেঙ্গুন শহরের আজাদ হিন্দ্ ফৌজের হাসপাতাল একেবারে সমভূম হইয়াছে―শয্যাশায়ী অসহায় আহতগণও শত্রুর সেই নিষ্ঠুরতায় প্রাণত্যাগ করিয়াছে। আমি ও আমার সহিত আরও বহুজন যে আজিও বাঁচিয়া আছে তাহা দৈবের কৃপায়। এই যে মৃত্যুকে মুখামুখি করিয়া আমরা বাঁচিবার, কর্ম্ম করিবার ও যুদ্ধ করিবার প্রাণপণ প্রয়াস করিতেছি―ইহারই জোরে তােমাদিগকে আমার কথা শুনাইবার ও অনুরোধ করিবার অধিকার আমার আছে। তােমাদের মধ্যে অনেকেই বােমা কি বস্তু জানে না; অতি নিম্নে উড্ডীয়মান্ বােমারু বিমান হইতে মেশিনগানের গুলি-বর্ষণ যে কিরূপ ভীষণ এক মহা-মার তাহা অনেকের ধারণা নাই, অনেকেরই সে অবস্থা হয় নাই, যখন