পাতা:জয়তু নেতাজী.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯০
জয়তু নেতাজী

সে অধিকার কংগ্রেসের পূর্ণ অধিবেশনে সমবেত জনগণের প্রতিনিধিবর্গেরই আছে। [“Bring home to our countrymen that the Working Committee has no right to decide such a grave issue. This right belongs to a plenary session of the Congress”―June 28. 1945]

১৬

 যুদ্ধ শেষ হইলে পর, যে-ভারতবর্ষ স্বরণাতীত কাল হইতে এক দেশ বলিয়া পরিচিত, তাহাই কয়েকটা পৃথক রাজ্যে ভাগ হইয়া যাইবে, সব রাজ্যগুলিই ব্রিটিশের পদতলস্থ হইয়া থাকিবে। [“In the post war world there may be a number of States in the territories that have from time immemorial been known as India, and all States will be equally under the heel of the British.”―December 7. 1945]

১৭

 যখন তাহারা (ব্রিটিশ) দেখিল, ভারতের মানুষগুলীকে দুই ভাগে ভাগ করা গেল না, তখন তাহারা ভৌগোলিক ও রাজনৈতিক ভিত্তিতে দেশটাকেই ভাগ করিতে কৃতসংকল্প হইল। ইহারই নাম পাকিস্তান-পন্থা―এক ব্রিটিশ কুটনীতিজ্ঞের উর্ব্বর মস্তিষ্কে ইহার উদ্ভব হইয়াছিল। [“If the Indian people cannot be divided, the county India has to be split up geographically wod politically. This is the plan called ‘Pakistan’ which emanated from the fertile brain of a Britisher.”―June 26 1945]