পাতা:জয়তু নেতাজী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নব পুরুষ-সূক্ত

সাড়া আসিল, জাতির যেন নবজন্ম হইল―এই কবিতায় সে বর্ণনাও কম সার্থক হয় নাই!―

তব তটিনীর তটে নগর-নগরী যত, নাগরীর বেশে
মগ্ন নিরন্তর
দিবা-স্বপ্ন, নৃত্যগীতে―যতদিন না উদিল দীর্ঘ নিশাশেষে
সৌভাগ্য-ভাস্কর।

ফুল-হিন্দোলায় শুয়ে, সুখতন্দ্রারত সবে চন্দ্রাতপতলে―
ওষ্ঠে মৃদু জ্বালা!
ললাটে কলঙ্ক, তবু কুঞ্চিত কুন্তলদাম,―পরিয়াছে গলে!
মল্লিকার মালা।

তারা কভু হেরে নাই তব গিরি-নদীতীর―পিতৃপিতামহ-
পরিচয়হারা!
ভুলেছিল শক্তিমন্ত্র―ইষ্ট দেবদেবীগণে, ছিল অহরহ
মধু-মাতুয়ারা।

তব নদনদীপথে শুষ্ক খাতে যবে পুণঃ আইল জুয়ার,
তীব্রতৃষাহরা―
মিথ্যার মুকুট খুলি’ ফেলিল ধুলায় টানি’ সন্তান তুহার
―কলঙ্ক-পসরা।


আজ আমরা দিকে দিকে কেবল ইহাই দেখিতেছি, যত দিন যাইবে ততই দেখিব।