পাতা:জাতীয় সাহিত্য.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्वथनाशgऊrक्ष छविया S অজন যাহাদের আদশ নায়ক-ভারত,** লক্ষণ, ভীম, অর্জন যাহাদের আদশ ভ্ৰাতা-তােহাঁদের আবার অভাব কিসের? অতীতের বিস্ময়পণে চিত্রশালা হইতে একবার এই দিকে তাকাও । ঐ দেখ, তোমাদের জন্য যথাসম্বলিৰ ব্যয় করিয়া অক্লান্তাশ্রমে তোমাদেরই পৰিবৰ্ণবত্তী মহাজনগণ কত মনোহর পত্রপাপ-পল্লবে বঙ্গসাহিত্যের মন্ডপ সাজাইয়া রাখিয়া গিয়াছেন । তাঁহারা প্রাণপাতী যত্নে রত্নমন্ডিপের রত্নবেদিতে আমার রত্নহারবিভূষিতা বঙ্গবাণীর উদ্বোধন করিয়া গিয়াছেন, মায়ের মাত্তিতে প্রাণপ্ৰতিষ্ঠা করিয়া গিয়াছেন, তোমাদের এখন পজায় বসিতে হইবে । বঙ্গসাহিত্য-সেবিগণ, সম্ভাবচন্দনে মনঃপ্রাণ চাঁচ্চিত করিয়া তোমাদের সাহিত্য-মন্ডপের অধিঠান্তী দেবতার পজায় প্রবত্ত হও । একবার সাতকোটি DSBD BBBB DDBDBDBuD S S SS S DD YSYYBBD BBBDBBL BD ডাকে চমকিয়া উঠিবে । আকাশের গায়ে, সমাদের বক্ষে, পািকবতের উত্তঙ্গ শিখরে সে ডাকের সাড়া পৌছিবে । বঙ্গভারতী বিশদ্বভারতীর সিংহাসন অলঙ্কৃত করবেন । সাময়িক স্ততিনি তদা, বাদবিসংবাদ, সাবাথ চিন্তা প্রভৃতি একপদে বিস্মত হইয়া একবার সাধকের মত, যোগীর মত, ব্ৰত-দীক্ষিতের মত সংযতভাবে জননী বঙ্গভাষার পাদপজায় প্রবত্ত হও ; একবার মাতৃপ্রেমে জাতীয় প্রেমে, জাতীয় সাহিত্যের প্রেমে বক্ষ পরিপণ করিয়া সাতকোটি কন্ঠে, উদাত্ত স্বরে মাতৃভাষাকে ‘মা’ বলিয়া ডাক দাও ; বিশব কাঁপাইয়া একবার दक्ष,-- “তোমারি তরে, না ! সপিন এ দেহ, তোমারি তরে, মা সাপিনী প্ৰাণ ; তোমারি তরে এ অখি বরাষবে, এ বীণা তোমারি গাহিবে গান ৷”** দেখিবে, বিরাট ব্ৰহ্মান্ড প্ৰতিধৰনিতে মােখর করিয়া তোমাদের এই আবেগঙ্গখলিত গীতি দিব্যধামে মচ্ছিত হইয়া পড়িয়াছে । দেখিবে, স্থলে জলে, পৰবতে কদরে, প্রান্তরে কান্তারে বঙ্গভারতীর বীণার অনরণন হইতেছে,--বঙ্গভাষার মধর বাঁশী সমধর লগ্নে সৰস্বত্র ধৰনিত হইতেছে,-চিরনবীনা ধরণী রোমাণ্ডিত হইয়া বাঙ্গালীর দেবতাকে বক্ষে আসন পাতিয়া বসাইতেছেন । মনে রাখিও, চেন্টার অসাধ্য কায্য নাই,---কল্পনার অগম্য স্থান নাই । মানষের যে কত অসীম শক্তি, তাহা মানব নিজে অনেক সময়ে ৰকিতেই