পাতা:জাতীয় সাহিত্য.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয় সাহিত্যের ভবিষ্যৎ RA দেশ ।” কোরাসের পংক্তিদ্বয় হল : “কিসের দঃখ, কিসের দৈন্য, কিসের লক্ষজা, কিসের ক্লেশ ? 1 সপত কোটি মিলিত কন্ঠে ডাকে যখন “আমার দেশ ।” মিশ্র বিঝিট-একতালা এই সংগীতটির কোনো শিরোনাম দ্বিজেন্দ্রলাল কখনো দেননি। ১। আশিবন ১৩২৯ বঙ্গাৰোদ পত্র দিলীপকুমার রায়ও যখন “গান” গ্রহে প্রথম সংগীত হিসাবে আলোচ্য গীতটি সংযোজিত করেন, তখনো এর কোনো নামকরণ ছিল না । কিন্ত স্যার আশীতোষের ‘জাতীয় সাহিত্য” সম্পাদনাকালে অধ্যাপক খগেন্দ্রনাথ মিত্র এই সংগীতের শিরোনাম দিয়েছেন। “আমার দেশ ।” ( দ্র, জাতীয় সাহিত্য, পঞ্চম মাদ্রণ ১৯৪৯ ইঙ্গাৰদ, ?... ww ) ২১. ধোয়ী : খীস্টীয় দ্বাদশ শতকের বঙ্গেশবর লক্ষণসেনের সভায় পঞ্চািরত্নের অন্যতম । মহাকবি কালিদাসের 'মেঘদত’-এর অন্যাকরণে রচিত “পবনদাত” এর প্রসিদ্ধ কাব্য । ইনি “কবিরাজ” আখ্যায় অভিহিত হয়েছিলেন। "গোবিন্ধনিশাচ শরণো জয়দেব উমাপতিঃ । / কবিরাজশাচ রত্নানি পঢ়ৈতে লক্ষণস্য চ ৷’’ ( দ্র- কবি জয়দেব ও শ্ৰীগীত গোবিন্দ / শ্ৰীহরেকৃষ্ণ মখোপাধ্যায়, আষাঢ় ১৩৮৪ বঙ্গাম্মদ সংস্করণ, প, ১৪ ) ৷ জয়দেব এ’র সম্পবন্ধে বলেছেন : * - “শ্রীতিধরো, ধোয়ী কবিসমাপতি ।” অৰ্থাৎ, ধোয়ী কবিরাজ শ্ৰতিধর বলে প্রসিদ্ধ । ( দ্র- শ্ৰীশ্ৰীগীতগোবিন্দম / প্রথমঃ সাগঃ (সামোদ দামোদরঃ 1 ) ( terris sity TS) উমাপতি : উমাপতিধর । জয়দেব এর সম্পবন্ধে বলেছেন : ‘বাচঃ পল্লবয়তু্যমাপতিধরঃ ।” অৰ্থাৎ, বাক্যকে পল্লবিত করাই এ’র রচনার বৈশিষ্ট্য । এ’র রচনা বলে প্রচারিত 'চন্দ্ৰচড়চরিত’ দণপ্রাপ্য। লক্ষণসেনের পিতামহ বিজয়সেনের 'দেওপাড়া প্রশস্তি’র রচয়িতা হিসেবেও এর নাম পাওয়া যায় । বিভিন্ন সক্তি গ্রহে উমাপতি-রচিত শ্লোক উদ্ধত হয়েছে। তবে ‘পারিজাত হরণ’ নাটকের রচয়িতা উমাপতি উপাধ্যায় সাবতন্ত্র ব্যক্তি ৷ বাক্ষ্যমান উমাপতিধর। লক্ষণসেনের রাজসভায় পশ্চািরত্নের অন্যতম ছিলেন । জয়দেব : ( সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধতম ফসল ) ‘শ্ৰীশ্ৰীগীতগোবিন্দম’- এর রচয়িতা। এই কাব্যের সমাপিত শ্লোকে কবি নিজের পরিচয় দিয়েছেন এই ভাবে : “শ্ৰীভোজদেবপ্রভাবস্য বামাদেবীসিত শ্ৰীজয়দেবকীস্য।’ ( দ্র, শ্ৰীশ্ৰীগীতগোবিন্দমা / দ্বাদশ সাগঃ (সপ্রীত-পীতাম্ববরঃ ) / শ্লোক সংখ্যা ২৯) । অর্থাৎ, পিতা ভোজদেব ও মাতা বামাদেবী। বীরভূম জেলার অজয় নদের