পাতা:জাতীয় সাহিত্য.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo জাতীয় সাহিত্য ছাদোগ্যোপনিষদেণ্ড অন্যােরােপ শ্লোক পরিলক্ষিত হয় ; ‘শাতং বিজ্ঞানবতাBB KKDDDBBBS SDDB DB DYOD DDB DBBBBDBDDOO বলবান আকস্পিত করেন । { দু, ৭ম অধ্যায়, ৮ম খন্ড, শ্লোক-১ } } ২৪. হারাণচন্দ্র রক্ষিত : চৰিব্বশ পরগণা জেলার মজিলপরে ১৮৬৪ ইঙ্গাব্দে জন্ম। পিতা হরিদাস । চালােস ল্যান্বের ‘টেলস ফ্লম শেকসপিয়ার'- এর অনাসরণে বাঙলা ভাষায় ৪ খন্ডে ‘শেকসপিয়র’ প্রকাশ করেন । বৈশাখ ১২৯৪ বঙ্গাবেদ হারাণচন্দ্রের সম্পাদনায় মাসিক “কণধার' পত্রিকা প্রকাশ পায় । পরে তিনি যোগেন্দ্রচন্দ্র বস, ও উপেন্দ্রনাথ সিংহ প্রতিঠিত সাপ্তাহিক ‘বঙ্গবাসী'র সম্পাদকীয় বিভাগে যোগ দেন । ১৯০৩ ইঙ্গাবেদ সরকার একে ‘রায়সাহেব’ খেতাব অপণ করে । এর উল্লেখযোগ্য গ্রহ হল ৪ বঙ্গের শেষবীর ( ১৮৯৭), মদের সাধন ( ১৮৯৮ ), রানী ভবানী ( ১৯০৩ ), প্রতিভাসন্দরী SeMM SS DDBuu D BBO SSLeeeLL0 S DuuD DDB DDB BDDS ( ১৯১১ ) প্রভাতি । ১৯২৬ ইঙ্গাখেদ এর মাতৃত্যু হয় । ২৫. বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগ অনসারে গিরিশচন্দ্রের ম্যাকবেথ’ নাটকের প্রকাশকাল ২ অগাস্ট ১৯০০ ইঙ্গাব্দে । অপরদিকে, প্রসন্নকুমার ঠাকুরের দৌহিত্র নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায়ের “মিনাভ থিয়েটারের উদ্বোধন হয় গিরিশচন্দ্রের 'ম্যাকবেথ' দিয়ে । উদ্বোধনের দিক্ষণ : শনিবার, রাত্রি ন’ ঘটিকা, ২৮ জানায়ারি ১৮৯৩ ইঙ্গাব্দ। প্রথম অভিনয়-রজনীতে গিরিশচন্দ্র হয়েছিলেন 'ম্যাকবেথ' চরিত্র। এই অভিনয়-রজনী সম্বন্ধে ৩০ জানায়ারিয়া 'ইংলিশম্যান’, ‘অমতবাজার পত্রিকা’ ও ‘হিন্দ, প্যাট্রিয়ট উচ্ছসিত প্রশংসা করে। খ্যাতনামা নট অপরেশচন্দ্ৰ মখোপাধ্যায় লিখেছেন : “এই ম্যাকবেথকে অবলম্বন করিয়াই গিরিশচন্দ্র এদেশে অভিনয়ের ধারা বদলাইয়া দিয়াছিলেন।” (দ্র, রঙ্গালয়ে ত্ৰিশ বৎসর / সর্বপন মজমিদার সম্পাদিত ; ৬ নভেম্বর ১৯৯১ ইঙ্গাব্দ সংস্করণ, প, ৭০ ) । ডঃ দেবীপদ ভট্টাচাৰ্যও মন্তব্য করেছেন : “উনবিংশ শতকে ‘ম্যাকবেথ' নাটকের যতগলি বঙ্গানবাদ বা ছায়ান বাদ হয়েছিল তাদের মধ্যে গিরিশচন্ত্রের অনদিত নাটকটি সবচেয়ে ভালো।” ( দ্র, গিরিশ রচনাবলী, চতুর্থ খন্ড, জন ১৯৭৪ ইঙ্গাব্দ সংস্করণ, প, ত্রিশতেত্ৰিশ) । ২৬. সকলের মনোরঞ্জন হয়- এমন বাক্য অত্যন্ত দলভি। (দ্র, ভারবি রচিত মহাকাব্য "কিরাতাজনীয়ম, চতুর্দশ সাগ, শ্লোক পঞ্চম । মহাভারতে