পাতা:জাতীয় সাহিত্য.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃত্তিবাস Od করিয়াছেন, কিন্তু তাঁহাদের সকলের দ্বারাই যে ভাষার শ্ৰীববিধ সাধিত হইয়াছে, এ কথা নিঃসন্তেকাচে বলা কঠিন । এ পর্য্যন্ত যত দীর জানা গিয়াছে তাহাতে কৃত্তিবাসই সব্বপ্রথম বঙ্গভাষায় রাম-চরিত নিবন্ধ করেন । * তাহার পরে আরও চতুৰ্দশ ব্যক্তি” রামায়ণী কথায় পাস্তক রচনা করিয়াছেন বলিয়া সংবাদ পাওয়া যায়। কালে হয়ত আরও অনেক নাম পাওয়া যাইবে । এই প্রসঙ্গে বঙ্গীয় সাহিত্যপরিষদ বিশেষ উল্লেখযোগ্য । আর সেই সঙ্গে বঙ্গভাষার ইতিহাস লেখক অক্লান্তকম্পমা শ্ৰীযন্ত দীনেশচন্দ্র সেন” মহাশয়ও সন্নৰথা প্রশংসনীয় । এতদভয়ের সমবেত চেন্টার ফলেই আমরা আজ কৃত্তিবাসকে প্রকৃত ভাবে চিনিবার অবসর পাইয়াছি । কৃত্তিবাসের রামায়ণে যে প্রকার পাঠ বৈষম্য ঘটিয়াছে, তাহাতে প্রকৃত কৃত্তিবাসের সম্পণে পরিচয় এখনও দলভ। তবও যতটা পাওয়া যাইতেছে, তজজন্য সাহিত্যপরিষদ এবং দীনেশবােব বঙ্গবাসীর কৃতজ্ঞতাভাজন হইয়াছেন। কৃত্তিবাস এবং তৎপরবত্তীর্ণ অনেকে একই রামায়ণ অবলম্বনে কাব্য রচনা করিলেন, কিন্তু কৃত্তিবাসের কাব্য আবালবািন্ধবনিতার প্রিয়, সকল সমাজের আদরণীয় হইল, ইহায় প্রকৃত কারণ কি ? কৃত্তিবাস মহাষি বাল্মীকির রামায়ণমাত্র অবলম্বন করিয়াই কাব্য লিখেন। নাই। আমাদের দেশে কথকতায়, যাত্রায়, গোঠীবন্ধনে-সববন্ত্রই নানা ভাবে ও নানা আকারে রামবিষয়ক বক্তান্ত বহকাল হইতে-কৃত্তিবাসের বহর পৰবৰ্ণ হইতে-চিলিয়া আসিতেছিল। ফলতঃ লোকমখে সত্ৰী-পরিষ-সমাজে রাম-সীতার কথা কীত্তিত হইত, এখনও হইগেলছে । কৃত্তিবাস তদীয় গ্ৰহরচনায় এই লোকপরম্পরাগত গাথার অনেকটা অনসরণ করিয়াছিলেন । কেবল অনাবাদে বা মহৰ্ষি-চিত্রিত আলেখ্যাবলীর পািনশিচত্রণেই যদি কৃত্তিবাস রত থাকিতেন, তাহা হইলে তদীয় কাব্য এত প্রসিন্ধি লাভ করিতে পারিত না । তাঁহার পরবত্তী রামায়ণ-লেখকগণের অনেকের গ্রহে কৃত্তিবাসের ন্যায় BBDDBD DDD S DDBK DDD DDSDDBBS BuBS DDBBDS S BDDBDL রামায়ণকার স্বকীয় কলপনার চণ্টল বৈদ্যুতী প্ৰভায় গ্রন্হ কাচিৎ ভাসম্বর করিয়াছেন সত্য, কিন্তু পরীক্ষণেই আবার কল্পনার দৈন্যে গ্রহের শ্ৰীহানি ঘটিয়াছে। এই স্থলে কবিঢ়ন্দ্রের* নাম উল্লেখযোগ্য। কৱিচন্দ্র তাঁহার রচিত রামায়ণে অঙ্গদBBDDBS D BLB BBBLD DDBS DD DDKB BDDBB DDDD DDD DBDDDDB BB BDBDBS BB BDD DDDB BBDBDD DDBBS SS uDu