পাতা:জাতীয় সাহিত্য.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃত্তিবাস 8) করে । কৃত্তিবাস এ রহস্য বঝিতেন । তিনি আরও বঝিতেন যে, নিশীথে নিম্ভস্থ রজনীর সৌম্যমাত্তি যাহার চিত্তকে অভিভূত বা অনভূতির বিমল-করাধৌত করিতে না পারে, সে কদাচ ঐ নৈশ নীরবতার মাধ্যায্য অপরকে বঝাইতে পারে না ; সায়ংকালের শ্যামায়মানা বনভূমির প্রাঞ্জল মাত্তি যাহার প্রাণে আকুলতা জগমাইতে অসমৰ্থ, সে কখনও সাধ্য সষমার পবিত্র আলেখ্য অঙ্কন করিতে পারে না। সকল পদার্থেরই অনভূতি চাই । সমস্ত বিষয়েই মগ্ন হওয়া চাই, প্রাণ অকৃপণ ভাবে ঢালিয়া দেওয়া চাই, অন্যথা সিন্ধিলাভ সদরপরাহত । কৃত্তিবাস অকৃপণ ভাবে আপনার প্রাণ কবিতাদেবীর পাদপক্ষেম ঢালিয়া দিয়াছিলেন, তাঁহার হাতে আর কিছই ছিল না ; সমস্তই ঐ চরণে অঞ্জলি দিয়াছিলেন, তাই তাঁহার কবিতার কোথায়ও কোনরাপ বাধা দেখিতে পাই না, সৰবীন্দ্ৰই সমান এবং অপ্রতিহত গতি । অসম্ভব হইলেও মনে হয় যেন এক সময়ে, এক স্থানে বসিয়া, অন্য চিন্তা পরিত্যাগ করিয়া, মহাকবি তাঁহার সাধের রামায়ণগান গাহিয়াছেন । তিনি নিজে সে গানে মজিতে পারিয়াছিলেন, তাই তাঁহার শ্রোতৃবগও মজিয়াছে, আত্মবিস্মত হইয়া তাঁহার সেবা করিয়াছে, যত দিন চন্দ্র-সায্য থাকিবেন তত দিন করিবেণ্ড । তামি যখন অভ্ৰভেদী, শািন্দ্ৰত যারশীষ হিমাচলের পাদদেশে বসিবে, বিধাতার কৃপায় তখন যদি তোমার হৃদয়ে কোন প্রশান্ত ছবির ছায়াপাত হয়, কোন বিরাট শক্তির সম্পাদন অনভূত হয়, তবেই তামি ঐ বিরাট হিমাচলের প্রশান্ত ভাবের, প্রশান্ত মাত্তির কিয়দংশ হয়ত তোমার কল্পনা-দপণের সাহায্যে অন্যকে প্রদর্শন করিতে পারিবে । অন্যথা তোমার সাধ্য কি যে তমি হিমাচলের ঐ গাভীরমাধয্যের বণনা করিবে ? তমি ষে স্থানে, যে সময়ে, যে অবস্থায় বিত্তমান, যদি সেই স্থানের, সেই সময়ের, সেই অবস্থার সহিত নিজেকে মিশাইতে না পাের, STBDDSDDDuS LDuBD D BBSDDB BDBD BKu DDD DDDDD DDDBB স্ফুরণ তোমার দ্বারা সম্পভব হইবে না-তোমার দ্বারা তদেশবাসিগণের হাদয় কদাচি বিমোহিত হইতে পারে না। দীপক রাগের সময়ে তমি বেহাগ পরবীতে আলাপ করিলে,** তাহা কখনও জমিতে পারে না । সে আলাপে শ্ৰীতির সখি হয় না, বরং পীড়াই জন্মে। ভারতবষের, বিশেষতঃ বঙ্গদেশের ধৰ্ম্মপ্রাণ অধিবাসীরা কি চায়, কি ভালবাসে, এ তত্ত্ব মহাকবি কৃত্তিবাস বঝিতেন । এ দেশের লোকের হৃদয় কি উপাদানে গঠিত, কোন উপকরণ তাহাতে অধিক, তাহা কৃত্তিবাস জানিতেন, তাই তাঁহার দেশবাসিগণের হৃদয়ের ভাবে অন্যপ্রাণিত