পাতা:জিজ্ঞাসা.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ জিজ্ঞাসা দুই একটা অশিষ্ট লোক দেখা যায়, যাহারা এই সৰ্ব্বজনানুমোদিত তত্ত্বটাকে অজ্ঞেয় বলিতে চাহে । তাহারা নাস্তিক । বিজ্ঞেরা তাহাদিগকে গালি দেন । প্রচলিত স্বাক্ট তত্ত্বগুলি ছাটিয়া কাটিয়া কতকট এইরূপ দাড়ায় । এক সময় ছিল, যখন কিছুই ছিল না ; এই বৈচিত্র্যমণ্ডিত অপূৰ্ব্ব জগৎ সম্পূর্ণ অস্তিত্বহীন ছিল । ছিল বোধ করি কেবল দেশ আর কাল ;– শূন্ত দেশ আর শূন্ত কাল ; আর ছিলেন স্বষ্টিকর্তা। স্বষ্টিকর্তা নিগুৰ্ণ কি গুণময়, তাহ লইয়া যতক্ষণ ইচ্ছা তর্ক করিতে পার ; কিন্তু একটা উপাধি র্তাহাতে বিদ্যমান স্বীকার করিতেই হইবে ; নতুবা স্বষ্টি কল্পনা হয় না ; সেট স্বষ্টিকৰ্ত্তার ইচ্ছা । স্রষ্টা ইচ্ছা করিলেন, জগৎ উৎপন্ন হউক ; আর জগতের স্বষ্টি হইল ; নাস্তিত্ব হইতে অস্তিত্ব হইল ; কিছুষ্ট ছিল না, সবই হইল ; দেশের ও কালের শূন্তত পূর্ণ হইল। এই ঘটনার নাম * স্বষ্টি ; শ্রষ্টার ইচ্ছা হইতে ইহার উৎপত্তি । ইহার পূৰ্ব্বে কি ছিল, কি হইত, জিজ্ঞাসা করি? না, উত্তর মিলিবে না । ইহার পরে কি ঘটিয়াছে বা কি ঘটবে, তাহ জিজ্ঞাসা করিতে পার ; উত্তরপ্রাপ্তি দুরাশী নহে। এই স্বষ্টিব্যাপার একমাত্র অসাধারণ ঘটনা ; জগতের ইতিহাসে ইহার তুলনা নাই। একবার মাত্র কোন সময়ে এই ঘটনা ঘটিয়াছিল, এই পর্য্যস্ত আমরা জানি ; আর কখনও ঘটিয়াছিল কি না, আর কখ, গ ঘটিবে কি না, তাহ জানি না । & তিনি ইচ্ছা করিলেন, স্বষ্টি হউক, আর স্বষ্টি হইল ; এই পৰ্য্যন্ত বলিয়া নিরস্ত থাকিলে চলে কি ? না ;–আর একটু বলা আব: শুক । তিনি ইচ্ছা করিলেন, স্বষ্টি হউক ; এবং তিনি ইচ্ছা করিলেন, সৃষ্ট জগৎ এইরূপে, এইভাবে, এই পথে চলুক ; তাই জগদ্যন্ত্র সেইরূপে, সেই ভাবে, সেই পথে চলিতে লাগিল। যিনি জগতের স্রষ্ট, তিনিষ্ট জগতের বিধাতা ।