বিষয়বস্তুতে চলুন

পাতা:জিজ্ঞাসা.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o o - জিজ্ঞাসা বৃহৱচনা হইতে হইতেই যুদ্ধে হঠিতে না হয় । কে কাগর সহিত যুদ্ধে হঠিবে ? আমার অন্তর্জগৎকে আমার প্রক্ষিপ্ত বাহ্যজগতের সহিত কাল্পনিক যুদ্ধে ব্যাপৃত রাখিয়া আমি কৌতুক দেখিতেছি ; সেই কল্পিত যুদ্ধে যেন কল্পিত বাহা জগতের কাছে আমাকে হঠিতে না হয় । বাহাজগৎকে দেশে সাজাই ও কালে সাজাই ; এবং উভয়ের মধ্যে উক্তরূপ স্থবিহিত ব্যবস্থা রাখিয়া সাজাই ! এই ব্যবস্থা আমার চৈতন্যের কারকরী ; এবং এই ব্যবস্তার নাম প্রাকৃতিক নিয়ম । প্রকৃতিতে, বহিজগতে, নিয়মের শৃঙ্খলা কেন ? জগৎ নিয়মতন্ত্র রাজ্য ૮૬ ? কেননা, আমিই নিয়মের প্রতিষ্ঠাতা । নিয়মের প্রতিষ্ঠাতে আমার চৈতন্যের শ্রমসংক্ষেপ, চৈতন্যের বিকাশ ও পূর্ণতার দিকে গতি ; আমার কাল্পত জীবনসংগ্রামে কল্পিত জয়লাভের ভরসা। তাই আমি আমার জগতে নিয়মের প্রতিষ্ঠা করিয়াড়ি । তাই আমার জগতে নিয়মবশে পৃথিবী ঘুরে, বাতাস বহে, আলো জলে। তাই আমার জগৎ ছন্দোবদ্ধ সুললিত গীতিকবিতা,—পঠনে প্রাঞ্জল, শ্রবণে মধুবৰ্ষী । নিয়মের প্রতিষ্ঠায় আমার চৈতন্যের বিকাশ ও জ্ঞানের প্রসার ; নিয়মের প্রতিষ্ঠাতেই আমার আনন্দ ও শাস্তি ; নিয়মের প্রতিষ্ঠাই আমার স্ব ভাব । যাঙ্গ নিয়মের ভিতরে এখন ও আইসে না , তাহা আমার কেমন কেমন অসঙ্গত ঠেকে । তাহাকে দৈব , -1, অতিপ্রাকৃত বলি, মিরাকল বাল ; তাহার জন্ত ভূতপ্রেতপিশাচের দেবতা উপদেবতার কল্পনা করি ; তাহার জন্য আমাছাড়া জগৎ ছাড়া স্বষ্টিছাড়। স্বষ্টিকৰ্ত্তার ও বিধাতার কল্পনা করি । * যাহাতে এখনও নিয়ম দেখিতে পাইতেছি না, তাহাকে নিয়মের অধীনে আনিবার জন্যই আমার চেষ্টা । সৰ্ব্বত্র যে কৃতকাৰ্য্য হইয়াছি, তাহী নহে ; তবে সফলতা ধরিয়া আমার আত্মবিকাশের