পাতা:জিজ্ঞাসা.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে বড় ? >on ভালুককে সেই আহারঘটনার সমাধান পৰ্য্যন্ত শীত হইতে বাচাইবার জন্য অহার গায়ে দীর্ঘলোমের ব্যবস্থা হইয়াছে ; এই সকল গভীর তথ্য গভীর ভাষায় প্রায় সকল গ্রন্থেই লিপিবদ্ধ দেখা যায় । সভ্য জাতির জীবনধারণের সুবিধার জন্য আমেরিকাখণ্ডে প্রচুর ভূমি ও আফ্ৰিকাখণ্ডে প্রচুর অসভোর স্বষ্টি হইয়াছিল, একথা আজকালকার পুস্তকের মধ্যে লেখা থাকে না বটে, কিন্তু সভ্যদেশের রাজনীতিবিদের এ বিষয়ে খোদার অভিপ্রায়ে যে কিছুমাত্র সন্দিহান নহেন, তাহার যথেষ্ট প্রমাণ প্রাত্যহিক সংবাদপত্রে পাওয়া যায়। . আর একটা উদাহরণ ল০—স্বৰ্য্য । অ্যালারম্ দেওয়া ঘড়ীর মত প্রতিদিন নির্দিষ্ট সময়ে মনুষ্যজাতির ঘুম ভাঙাষ্টয় প্রত্যেককে আহারান্বেষণরূপ মহাকার্য্যে প্রেরণ করবার জন্য স্বর্য অবিশ্রামে নিযুক্ত তাচে ল, সে কথা সৰ্ব্বজনবিদিত । এই কার্য্যের জন্যই বিধাতা বার ক্ষটা পৃথিবীর আয়তনবিশিষ্ট এই মহাকায় পদার্থকে পাচ কোটা ক্রোশ দূরে রাখিয়া দিয়াছেন । পদার্থবিদ শাস্ত্র যদি সত্য হয়, তাহা হতলে স্বৰ্য্য না থাকিলে বায়ু বহিত না, জল পড়িত না, মেঘ ডাকিত না, অন্নবস্ত্রেরও সম্পূর্ণ অসদ্ভাব ঘটিত । রেশম, পশম ও কাপাসের অভাবে মনুষ্যের শীতনিবারণ ও ভদ্র তারক্ষ ঘটয়া উঠিত না ; এবং রেশম পশমাদিও কোনরূপে মিলিলে তাতির অভাবে বস্ত্র জুটিত না । টিণ্ডাল সাহেব বলিয়াছেন, যে স্বৰ্য্যই কাপাস বৃক্ষরূপে তুলা প্রস্তুত করেন এবং গুটিপোকারূপে রেশম স্থষ্টি করেন, এবং তিনিই আবার তত্ত্ব পায় রূপে কাপড় বুনিয়া দেন । " আলোকের অভাবে চিত্রবিদ্যা ও শব্দের অভাবে সঙ্গীতকলা মনুষ্যের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবিত হইত না । এরূপ স্থলে হুর্য্যের ন্যায় বহুগুণযুক্ত একটা বিরাট পদার্থের স্বষ্টি না করিলে কিরূপে মনুষ্যের বিচিত্র জীবনের বহুবিধ অভাব পুর্ণ হইত,