পাতা:জিজ্ঞাসা.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে বড় ? > రి స স্বায়ু পেশা ধমনী প্রভৃতি পৃথক ভাবে অথচ পরম্পরের অধীনে কাজ করিয়া সমস্ত শরীরের কুশল বজায় রাখে ; সেইরূপ গ্রহ উপগ্রহাদিও সমগ্র সৌর জগৎটাকে এরূপ ভাবে ধারয়। রাখিয়াছে, যে সেই জটিল জগদ্যন্ত্রের কখন বিপৰ্য্যস্ত হইয়া ভাঙ্গিয়া চুরিয়া যাইবার সম্ভাবনা ৷ নাই । লাপ্লাস্ এই কথা বললেন, আর হুইবেল করতালি দিয়া বলিয়া উঠিলেন, দেখ বিধাতার কেমন মানবপ্রিয়তা ! সৌর জগৎরূপ যন্ত্রটা এমন সুকৌশলে নিৰ্ম্মিত হইয়াছে ও চালিত হইতেছে, যে কোন ভবিষ্যৎকালে মনুষ্যের অধিষ্ঠানভূত ভূমণ্ডলটি ভঙ্গিয়া গিয়া মনুষ্যকে আশ্রয়চুত করবে, এবং তাৎকালক মানুজগণের গতপ্রাণ কলেবরগুল উল্কাপিণ্ডের মত অস্ত্রীগে ঘুরিতে থাকিবে, তাহার অণুমাত্র সস্তাবনা নাই । - বস্তুতন্ত ধিন। উদ্দেশে যে কোন বস্তুর স্বষ্টি হয় নাই, এবং সেই উদ্দেশু্যের একমাত্র নাম যে মানবমঙ্গল, তাহfর প্রতিপাদনের জন্ত বিজ্ঞানবিদের মস্তিষ্ক এতকাল ধারয় অত্যন্তই আলোড়িত হইয়াছে। মশকজাতের স্বষ্টি দ্বারা মনুষ্যের কোন উপকার সাধিত হইয়াছে কিনা, স্থির করা সাধারণ মনুষ্যের পক্ষে কঠিন ব্যাপার ; বিশেষতঃ মশারিহীন হতভাগ্যের পক্ষে । কিন্তু সে দিন কোন সংবাদপত্রে দেখা গেল যে, কোন জীবতত্ত্ববিৎ নাকি প্রতিপন্ন কুরিয়াছেন, যে মশকে ভুলপ্রয়োগে শোণিত হইতে কোন বিযময় অংশ বাহির করিয়া লয়, এবং এষ্টরূপে সেই আপাতবিরস, কিন্তু পরিণfমশুভদ মশক জীবন ও মনুয্যের কল্যাণসাধনরূপ উদ্বেগু সাধনে আমাদের সম্পূর্ণ অজ্ঞাতসারে নিযুক্ত রহিয়াছে। কিন্তু হয়, চিরদিন কপন সমান যায় ন; মনুষ্য যখন জগতের মধ্যে আপন শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করিয়া গৰ্ব্বের সহিত বক্ষ স্ফীত করিয়া নিশ্চিন্ত ছিল, এবং যখন মনুষ্যের জ্ঞানবিজ্ঞান তাহার সেই শ্রেষ্ঠত্ব প্রতিপাদনকার্য্যে নিযুক্ত রহিয়া মনুষ্যের জয়ঢঙ্কা বাজাইতেছিল,