পাতা:জিজ্ঞাসা.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাধ্যাকর্ষণ >8& এবং শুধু আতাফল কেন, গগনবিহারী শশধর স্বয়ং এই আকর্ষণরজ্জ্বতে বাধা রহিয়৷ পৃথিবীকে ছাড়িয়া যাইতে পারিতেছেন না, ইহাও নিউটনের অতি পূৰ্ব্ব হইতে মানবজাতি দেখিয়া আসিতেছে। এই থানে আকর্ষণের কথা ও অনুরাগের কথা হইতে বিদায় গ্রহণ করিয়া অকস্মাৎ নীরস জ্যোতিষের কথায় অবতরণ করিতে হইল, তজ্জন্ত পাঠকের নিকট পূৰ্ব্বেই ক্ষম ভিক্ষা করিয়া লইলাম। অতি প্রাচীনকাল হইতে কতিপয় ব্যক্তি দেখিয়া আসিতেছিলেন যে, শুধু চাদ কেন, আর ও কতিপয় জ্যোতিষ্ক বিন। কাবুল পৃথিবীর চারিদিকে অবিরাম গতিতে ঘুরিয়৷ বেড়াতেছিল। পৃথিবীর চতুর্দিকে অকারণে ভ্রমণশীল এই জ্যোতিঙ্কগুলার সাধারণ আখ্যা গ্ৰহ । " রবি শশী উভয়কে ধরিয়৷ এইরূপ সাতটি গ্রহের অস্তিত্ব বহুদিন হইতে মনুষ্যের নিকট বিদিত ছিল । এই গ্রহগুলি নিতান্ত অকারণে পৃথিবী প্রদক্ষিণ করিয়া বেড়াইতেছে ; হয় ত এইরূপ নির্দেশ ঠিক্‌ উচিত হইল না। গ্ৰহগণের এইরূপ ভ্রমণের উদ্দেশ্য কেহ কেহ আবিষ্কার করিয়াছেন । তোমার জন্মকালে বৃহস্পতি যখন কর্কটরাশিস্থ ছিলেন, তখন তুমি পয়ত্রিশটি বিবাহ করিতে বাধ্য, ইহা অনেক পণ্ডিত অদ্যাপি অকুতোভয়ে বলিয়া থাকেন । গ্ৰহগণের অবস্থান মনুষ্যের শুভাশুভ নির্দেশ করে ; ইহাতে যে সন্দেহ করে, সে নিৰ্ব্বোধ ; কেনু না, চন্দ্রের অবস্থানভেদে জোয়ার ভাটা কি প্রত্যক্ষ ঘটনা নহে ? আর ঐরূপ একটা ‘বিরাট উদ্দেশ্য না থাকিলে বিধা তা কি এতই কাণ্ডজ্ঞানহীন যে, এতগুলি প্রকাও জড়পিণ্ডকে অনর্থক মুরিয়া মরিবার ব্যবস্থা করিয়াছেন ? উদেখ যাহাই হউক, গ্রহগুলা ঐকপে পৃথিবীর চারিদিকে ঘুরিয়া থাকে, তাহাতে সংশয় নাই । কিন্তু দেখা যায়, উহাদের পরিভ্রমণের রাস্ত বড়ই আঁ কাবাকা । প্রাচীনের অনেক চেষ্টাতেও সেই রাস্তার To o