পাতা:জিজ্ঞাসা.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়মের রাজত্ব (tఫి অপর পক্ষ হঠিবার নহেন ; তাহারা বলিবেন, তা কেন, নিয়ম ঠিক আছে, পার্থিবভ্ৰব্য মাত্রেই নীচে নামে, এরূপ,নিয়ম নহে। দ্রব্যমধ্যে শ্রেণীভেদ আছে। গুরু দ্রব্য নীচে নামে, লঘু দ্রব্য উপরে উঠে, ইহাই প্রাকৃতিক নিয়ম। লোহা গুরু দ্রব্য, তাই জলে ডুবে ; শোলা যুদ্রব্য তাই জলে ভাসে ; ডুবাইয়া দিলেও উপরে উঠে। নারিকেল গুরু দ্রব্য ; উহ নামে। কিন্তু বেলুন লঘুদ্রব্য ; সে উঠে। এই নিয়মের ব্যতিক্রম খুজিয়া বাহির করা বস্তুতই কঠিন । কার সাধ্য ঠকায় ? ঐ জিনিষটা উপরে উঠতেছে কেন ? উত্তর, এটা যে লঘু ঐ জিনিষটা নামিতেছে কেন ? উত্তর, ওটা * खुद । शश লঘু তাহা ত উঠিবেই ; যাহা গুরু, তাহা ত; নামিবেই ; ইহাই ত প্রকৃতির নিয়ম | সোজা পথে তার উত্তর দিতে পারা যায় না । বঁকি পথে যাইতে হয়। লোহা গুরু দ্রব্য ; কিন্তু খানিকট পারার মধ্যে ফেলিলে লোহা ডুবে ন, ভাসিতে থাকে ; শোলা লঘু দ্রব্য ; কিন্তু জল হইতে তুলিয়৷ উৰ্দ্ধমুখে নিক্ষেপ করিলে ঘুরিয়া ভুতলগামী হয় ; তবেই ত প্রাকৃতিক নিয়মের उश्न श्झेल ! উত্তর-আরে মুখ, গুরু লঘু শব্দের অর্থ বুঝিল না । গুরু মানে এখানে পাঠশালার গুরুমহাশয় নহে ও মন্ত্রদাতা গুর ও নহে ; গুরু অর্থে অমুক পদার্থ অপেক্ষ গুরু । লোৰ গুরু, তার মানে—লোহা বায়ু অপেক্ষ গুরু, জল অপেক্ষা গুরু ; কাজেই বায়ুমধ্যে কি জলমধ্যে রাখিলে লোহা না ভাগিয়া ডুবিয়া যায়। আর লোহা পারদের অপেক্ষা যে লঘু ; সমান আয়তনের লোহা ৪ পারা নিক্তিতে ওজন করিলেই দেখিবে, কে লঘু কে গুরু। পারদ অপেক্ষ লোহা লঘু সেজন্য লোহা পারায় ভাসে। প্রাকৃতিক নিয়মটার তীর্থই বুঝলে না, কেবল তর্ক করিতে আসিতেছ ? এ পক্ষ বলিতে পারেন, আপনার অর্থ যদি বুঝতে ন পারি, সে ত