পাতা:জিজ্ঞাসা.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়মের রাজত্ব >や○ চন্দ্ৰ পৃথিবী হইতে এতটা দূরে আছেন ; বেশ, চন্দ্র প্রতি মিনিটে এত ফুট করিয়া পৃথিবী মুখে অগ্রসর হউন। পৃথিবী নিজেও চন্দ্র হইতে এতদূরে আছেন, তিনিও মিনিটে চন্দ্রের দিকে এত ফুট চলুন। তবে তাহার কলেবর কিছু গুরু ভার, তাহাকে এত ফুট হিসাবে চলিলেই হইবে ; চন্দ্র পৃথিবীর তুলনায় লঘু শরীর, তাহাকে এত ফুট হিসাবে না চলিলে হইবে না । তুমি বৃহস্পতি, বিশালকায় লইয়া বহুদূরে থাকিয়া পার পাবে মনে করিও না। তোমার অপেক্ষা বহুগুণে বিশালকায় স্বৰ্য্যদেব বর্তমান ; তুমি তাহার অভিমুখে এই নির্দিষ্ট বিধানে চলিতে বাধ্য ; আর বুধকুজাদি ক্ষুদ্র গ্ৰহগণকেও একেবারে অবজ্ঞা করিলে তোমার চলিবে না, তাঙ্গদের দিক দিয়াও একটু ঘুরিয়া চলিতে হইবে । আর শনৈশ্চর, কোটি কোটি লোষ্ট্রখণ্ডে গ্রথিত মালা পরিয়া এই ক্ষুদ্র পার্থিব লোষ্ট্রখণ্ডকে উপহাস করিবার তোমার ক্ষমতা নাই । নেপচুন, তুমি বহুদূরে থাকিয় এতকাল লুকাইয়াছিলে, বন্ধু উরেনসকে টান দিতে গিয়া স্বয়ং ধরা পড়িলে । আবিষ্কৃত হইল বিশ্বজগতে একট। মহানিয়ম ;–একটা ভয়ানক কঠোর আইন ; এই আইন ভঙ্গ করিয়া এড়াইবার উপায় কাছার ও নাই। সূৰ্য্য হইতে বালুকণা পৰ্য্যন্ত সকলেই পরস্পরের মুখ চাহিয়া চলতেছে, নির্দিষ্ট বিধানে নির্দিষ্ট প্রণালীতে চলিতেছে । খড়ি পাতিয়া বলিয়া দিতে পারি, ১৯৫৭ সালের ৩রা এপ্রিল- মধ্যাহ্নকালে কোন গ্রহ কোথায় থাকিবেন । এষ্ট যে কঠোর আইন প্রকৃতির সাম্রাজ্যে প্রচলিত আছে, ইহার এলাকা কত দুর বিস্তৃত ? সমস্ত বিশ্বসাম্রাজ্যে কি এই নিয়ম চলিতেছে ? বলা কঠিন । সৌর জগতের মধ্যে ত আইন প্রচলিত দেখিতেই পাইতেছি । সৌর জগতের বাহিরে খবর কি ? বাহিরের খবর পাওয়া দুষ্কর । নক্ষত্রসমূহের মধ্যে স্থানে স্থানে এক এক যোড়া নক্ষত্র দেখা যায় ; নক্ষত্রযুগলের মধ্যে একে অন্তকে বেষ্টন করিয়া ঘুরিতেছে ।