পাতা:জিজ্ঞাসা.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমঙ্গলের সৃষ্টি ל"לל 寮 যাতনায় বিধাতায় প্রেমাপণে অবসর গাইয়া আনন্দলাভ করেন। তিনি মুখী, তিনি আনন্দে বিভোর, তিনি দুঃখের অস্তিত্ব জানেন না। তাহার সৗভাগে আমাদের ঈর্ষার উদ্রেক হয়, তাহার ক্ষমতায় আমরা বিক্ষিত হই, তাহার প্রসাদের জন্ত তামরা ভিখারী। তিনি অন্ধকারকে আলোতে পরিণত করিয়াছেন, তিনি দু:খকে সুখে পরিণত করিয়াছেন, র্ত্যুহার নিকট অমঙ্গল মঙ্গলৰূপ । তিনি অসাধ্যসাধনে পটীয়ান, তাহার ক্ষমতার সীমা নাই । তাছার চরণে প্ৰণাম । তাহার ক্ষমতা দেখিয়া আমরা বিস্মিত হই, কুিন্তু তাহাকে আত্মীয় মনে করিতে আমরা অসমর্থ । তাহাকে আমরা ভক্তি করি, ভয় কার, কিন্তু ভালবাসতে পারি না। তিনি দুঃথকে মুখে পরিণত করিয়াছেন ; স্বয়ং তিনি সুখী । তিনি আনন্দসাগরে ভাসিতেছেন ; তিনি শক্তিশালী, তিনি ভাগ্যবানু। আমার সে শক্তি নাই , আমি তাহার সুখে মুখী হইব কিরূপে ? তিনি চক্ষুষ্মান ; তিনি আলোকে থাকিয়া আনন্দে পূর্ণ। আমি অন্ধ, অন্ধকারে নিমগ্ন থাকিয় তাহার আনন্দে যোগ দিতে অসমর্থ , কিন্তু ইহা সত্য, তাহার জগৎ যেমন মঙ্গলময়, আমার জগৎ তেমন নছে । তিনি সৌভাগ্যশালী, ক্ষমতাশালী, পিশ্ববিদানের পরমভক্ত। আমি সে সৌভাগো বঞ্চিত, সে ক্ষমতায় চীন, আমার ভক্তিরস তেমন উথলিয়া উঠে না । তিনি আমার মত হতভাগাকে কৃপা করুন ; কিন্তু সংসারবিষে জর্জরি - কলেবর আমার নিকট অমঙ্গলের অস্তিত্ব অপলাপ করিয়! আমাকে বিন্দ্রপ করিলে তাঙ্গার সহৃদয়তায় আমি বিশ্বাস করিব না। বিশ্বজগৎ মঙ্গলে * ও আনন্দে পুর্ণ, স্বীকার করিতে আপত্তি নাই, যদি সেই মঙ্গল শব্দ ও আনন্দ শব্দ প্রচলিত অভিধানসঙ্গত অর্থে ব্যবश७.ब्| ३झ | अशी অপর অর্থ কিরূপ, তাহ ঠিক আমরা বুঝি না । আমরা মঙ্গল বলিতে ও আনন্দ বলিতে যাহা বুঝতে পারি, অমঙ্গল