পাতা:জিজ্ঞাসা.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- মাক্সওয়েলের ভূত RXసి খানিকটা অপ সেই বাম্পের সঙ্গে গরম জল হইতে ঠাণ্ড জলে যায়। এই গরম জায়গা হইতে ঠাণ্ডা জায়গায় যাইবার সময় সেই তাপের কিয়দংশ–আবার কিয়দংশমাত্র-কাজে পরিণত হয় । এখন এই কথা দুইটি মনে রাখিতে হইবে—( ১ ) তাপ গরম জল হইতে ঠাও জলে যাইবার সময় তাহা হইতে কাজ পাওয়া যায়। গরম জল যত গরম হইবে আর ঠাণ্ড জল যত ঠাও হঠবে, তত বেশী কাজ পাওয়া যাইবে । গরম জল ধৰি বেশী গরম না হয় আর ঠাণ্ড জলও যদি বেশী ঠাও। ন হয়, অর্থাৎ উভয় জলই যদি সমান গরম বা সমান ঠাণ্ডা হয়, তাহ হইলে কাজ পাইবার আশা নাই । ( ২ ) তাপেরও কিয়দংশমাত্র কাজে লাগে—সমস্ত তাপট কোন রকমেই কাজে লাগে না ; যেমনি যন্ত্র তৈয়ার কর না কেন, সমস্ত তাপটকে কাজে লাগাইতে কোন মতেই পারা যায় না । গরম জল যদি ফুটন্ত জলের মত গরম হয়, আর ঠাণ্ডা জল যদি বরফের মত ঠাণ্ড হয়, তাহা হইলেও গরম জল হইতে যতটা তাপ আসে, তাহার সিকি ভাগও অত্যুৎকৃষ্ট যন্ত্র যোগেও কাজে লাগে না । এক্ষণে যে সকল যন্ত্র লইয়া আমরা কারবার করি, তাহাতে সিকি দুরের কথা, সিকির সিকি কাজে লাগিলে যথেষ্ট। বাকি সমগ্র তাপটার এক রকম অপব্যয় হয় মাত্র । কাজেই তাপ থাকিলেই কাজ পাওয়া যায় এমন নহে ; সেই তাপ গরম জিনিষ হইতে ঠাণ্ড জিনিষে যাইবার সময় তাহাকে কাজে লাগান যায়। কিন্তু তখনও আবার সমস্ত তাপটাকে কাজে লাগান চলে না ; তার কিয়দংশমাত্র, অতি সামান্ত অংশমাত্র কাজে লাগে, বাকি সমস্তটা গরম জিনিষ হইতে ঠাণ্ডা জিনিষে চলিয়া যায় । এখন বোঝা যাইবে, কেবল তাপ খানিকট পাইলেই বিশেষ লাভ হয় না ; সেই তাপটা আবার গরম জিনিষে থাকা চাই ; যত গরম জায়গায় থাকিবে, ততই তাহার কার্য্যোৎপাদন ক্ষমতা অধিক