পাতা:জিজ্ঞাসা.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミ、● জিজ্ঞাস। থাকিবে ; আর যত ঠাণ্ড জায়গায় থাকিবে, ততই তাহার কাজ করিবার ক্ষমতা কম থাকিবে । মনে কর তোমাকে কেহ এক সের ফুটন্তু জল দিল, আর একসের বরফের মত ঠাণ্ডা জল দিল ; এখন এই দুই রকম জল দুইট স্বতন্ত্র পাত্রে রাখিয়া ফুটন্ত জলের তাপ ঠাণ্ড জলে যাইবার সময় উপযুক্ত যন্ত্রযোগে উহার কিয়দংশ,—দুই আনাই হউক আর এক আনাই হউক,—কাজে পরিণত করিতে পারিবে। বাকি চোঁদ আন কি পোনের আন ঐ ঠাও জলে গিয়া জলকে একটু গরম করিয়া দিবে। যাহাই হউক, দুই আনাই হউক আর এক আনাই হউক, কিছু কাজ এই রূপে পাওয়া যাইতে পারে। কিন্তু সেই এক সের ফুটন্ত জল ও এক সের ঠাণ্ডা জল, দুই স্বতন্ত্র না রাখিয়া একত্র মিশাইয়া ফেল ; দুইসের মাঝামাঝি রকম গরম—না-গরম না ঠাণ্ডজল পাইবে ; এক্ষেত্রে জলেরও এক কণী নষ্ট হইবে না, তাপেরও এক কণা নষ্ট হইবে না ; কিন্তু কাজ এক আন দুরের কথা, এক ক্রান্তিও পাইবার আশা রহিবে না { এক কথায় এইরূপ দাড়ায় । কোন দ্রব্যের যদি একাংশ উষ্ণ থাকে, অন্ত অংশ শীতল থাকে, তাহ হইলে উষ্ণাংশ হইতে শীতলাংশে তাপ চলিবার সময় তাহ হইতে কতক কাজ মিলিতে পারে ; কিন্তু সেই দ্রব্যের সকল অংশই যদি সমান উষ্ণ থাকে, তাহ হই,ণ তাপ এক অংশ হইতে অন্ত অংশে যাইতেও চাহে না, তাহ হুহঁতে কাজ পাইবারও আশা থাকে না । ক্ষুদ্র বাষ্পীয় যন্ত্রটাকে ত্যাগ করিয়া প্রকাও বিশ্বযন্ত্রটার বিষয় একবার ভাবিয়া দেখ । বিশ্বযন্ত্রের পক্ষেও নিয়ম স্বতন্ত্র নাই। যে নিয়মে বাষ্প যন্ত্র চলে, এখানেও সেই নিয়মেই তাপ হইতে কাজ হয় । বিশ্ব যন্ত্রের মধ্যে আমরা দেখিতে পাই, সকল স্থল সমান উষ্ণ নহে । উদাহরণ সংগ্রহে কষ্ট পাইতে হইতে হইবে না। ঐ স্বৰ্য্যট। কি ভয়ানক