পাতা:জিজ্ঞাসা.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি گ سراج( কৰ্ম্মপর । এই অবিরাম চেষ্টাই আমার জীবন । বিষয়ের সহিত আমার যে ক্ষণে কারবার আরম্ভ হয়, সেই ক্ষণকে অামি আমার জন্মকাল বলি ; লিযয়ের সহিত কারবার যত দিন চলিতে থাকে, ততদিন আমার বুদ্ধি বিপরিণাম ক্ষয় ঘটে ; ও যে সময়ে কারপর থামে, সেই সময়কে মৃত্যুকাল বলিয়া নির্দেশ করি । এই সমগ্র কাল ধরিয়া আমি বিষয়াধীন থাকিয়া হেয় বর্জন ও উপাদেয় গ্রহণে চেষ্টা করি । বিষয়াধীন হষ্ঠয় আমাকে বিবিধ কৰ্ম্ম করিতে হয় ০ সেই সকল কৰ্ম্মের যথানিয়মে ফল ভোগ করিতে হয় । মৃত্যুর পরেই যে আমার সহিত বিষয়ের কারবার চিরকালের জন্ত থামে, তাহ বলা ੱਲੋਜ সম্ভবত: তৎপরেও অন্যস্থানে অস্য দেহ ধারণ করিয়! আমাকে অন্য কৰ্ম্ম করিতে হয় ও তাহার ফলস্বরূপ সুখদুঃখ ভোগ করিতে হয় । সেই রূপ আমার জন্মের পূৰ্ব্বেও সম্ভবতঃ অন্য স্থানে অন্যদেহে বিষয়ের সহিত আমার করিবার চলিয়ছিল ; তাহার স্মৃতি এখন বৰ্ত্তমান নাই । কিন্তু তাহার ফলভোগ হয়ত অদ্যপি করিতে হইতেছে । এই রূপ মনে না করিলে, জন্মান্তরকৃত কম্মের ফল বলিয়া না বুঝিলে, এ জন্মের সকল সুখদু:খের হেতু নির্দেশ হয় না । জগৎ প্রণালীর নৈতিক সামঞ্জস্ত— 'moral justification-qÇß Al | + এই রূপে বিষয়ের সহিত আমার এই কারবালের আরম্ভ, আমার এই সুখদু:খভোগ, তামার এই কৰ্ম্মপরতা, কবে আরম্ভ হইয়াছে, তাছ। বলা যায় না ; কবে শেষ হইবে, তাহা ও বল স্কর । এষ্ট জন্মজন্মাস্তুরব্যাপী বিষয়-বিষয়ীর পরস্পর আদানপ্রদান—ইহার নাম ংসার । ইহাতে কখন বা আমি বিযয়কে আত্মজীবনের অনুকুল করিয়া লষ্টয়া মুখী হই, কখনও বা বিষয়কত্বক পরাভূত হইয়। দুঃখ ভোগ করি। চক্রনের্মির আবর্তনের সহিত আমার এই দশাবিপর্য্যয়কে উপমিত করা চলে । আমাকে আমি এই সংসার চক্রে