পাতা:জিজ্ঞাসা.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ . জিজ্ঞাসা মূৰ্ত্তি! কিন্তু ছায় এ কি হইল । উষা যে দিবাকরের দুহিতা । দিবাকর প্রজাপতি ; কিন্তু উষাদেবী যে র্তাহার দুহিত। । প্রজাপতি ঋষ্যরূপ ধারণ করিয়া রোহিতরূপিণী রক্তবর্ণ উষাদেবীর সহিত সঙ্গত হইলেন । দেবগণ লজ্জায় মুখ লুকাইলেন। জগৎ অন্ধকারে ডুবিল, ব্রহ্মাও আঁধারে মুখ লুকাইল । পরে কেবল আঁধার আর আঁধার । কোথা সেই শোভা, কোথা সেই বৈচিত্ৰা ! পরিণাম বিরস ; হরিযে বিষাদ । সবিতা উষাদেবীর অন্বেষণে চলিয়াছেন । ত্রেতাযুগে ক্ষত্রিয়বীর সীতাদেবীর অন্বেষণে চলিয়াছিলেন | হেলেনিক বীরগণ সাগরপারে হেলেনামূন্দরীর অন্বেষণে চলিয়াছিল । সৰ্ব্বত্র একই পরিণাম । দিবাকর পশ্চিমাকাশে দেবীর সহিত মিলিত হইলেন । ফুলশয্যা নিৰ্ম্মিত হইল। কিন্তু হায় সেই ফুলশয্যাই অস্তিমের মৃত্যুশয্যায় পরিণত হইবে কে জানিত ! উহ। সন্ধ্যা নহে ; দিবাকরের চিতানল জলিয়া উঠিয়া পৃথিবী আলোকিত করিয়াছে মাত্র ; পরক্ষণেই বসুন্ধর গভীর শ্বাস ফেলিয়া বিষাদের কালিম। ধারণ করিল। মহাবীর হীরাক্লীস বিজয়াস্তে প্রণয়িনীর নিকট আসিলেন । প্রণয়িনী তাহাকে অঙ্গরাখা কবচ পরিতে দিলেন। কে জানে সে কবচ প্রাণহস্তারক হইবে । মহাবীর কর পরিধান করিয়৷ চিতারোহণ করিলেন । ঈজীয় সাগরের পশ্চিম কূলে মহাবীরের চিত৷ জলিল । সমুদ্রের জলরাশির উপরে গাঢ় অন্ধকার ভেদ করিয়া সেই চিতাবহির রক্তরাগ পুৰ্ব্বকুল পৰ্য্যস্ত দীপ্ত করিল । বালডারের মৃতদেহ বহন করিয়া সমুদ্র বাহিয়৷ পশ্চিমমুখে তাহার নৌকাখানি চলিতেছে। নৌকার উপরে সজ্জিত চিতানলে বালডারের দেহখানি ধীরে ধীরে পুড়িতেছে ; বালটিক সাগরের আঁধার পৃষ্ঠ সেই চিতালোকে দীপ্ত হইতেছে। রাবণের চিত আজও নিবায় নাই। বালডারের চিতা কি নিবাইয়াছে ? দুরন্ত শীতের