পাতা:জিজ্ঞাসা.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ জিজ্ঞাসা বৎসর সেখানে বসন্তের ফুল ফুটে । সময় হইলে আর্থর আবার ফিরিবেন । দিবাকর চিরতরে অস্ত যান নাই । কাল আবার ফিরিবেন । আবার তাহার মস্তকোপরি কনক মুকুট জ্বলিবে ; আবার স্বরংপ্রভামণ্ডলে তাহার শিরোদেশ শোভিত হইবে । আঁধার ও মেঘ ও কুজ ফটক র্তাহার উদয়ে বাধা দিবে ; কিন্তু তীব্র করজালে বাধাবিপত্তি লঙ্ঘন করিয়া আকাশপথে হরিদর্শ্বরথে আরোহণ করিয়া দিগ্বিজয়ী বীরের দ্যায় তিনি চলিতে থাকিবেন । আকাশপটে কি দেখিতেছ ? সিংহরাশির পর কস্তারাশি । কনার শিতে দিবাকরের উদয় । মিশরবাসিগণ, প্রবুদ্ধ হ ও ; আনন্দোৎসবে মত্ত হও ; ভবিষ্যতের মানব তোমাদের অপেক্ষা করিয়া বসিয়া আছে । কন্যাগর্ভে দেবের উৎপত্তি । সিংহপৃষ্ঠে কন্যাকুমারী। তাহার গর্ভে দেবসেনাপতির উদ্ভব । কৃত্তিকাগণ তাহাকে স্তন্য দিয়া পালন করিবেন । সেনাপতি অসুর বধ করিবেন। দেবগণকে স্বপদে প্রতিষ্ঠিত করিবেন । কন্যাগর্ভে তনয়েশ্বরের জন্ম হইয়াছে । বেথলীমে তারকার উদয় হইয়াছে । সপ্তর্ষি অর্ঘ্যহস্তে পূজা করিতে যাইতেছেন । শয়তান তাহাকে ভুলাইতে পারি, না । থল সরীসৃপের মস্তকে তিনি পদাঘাত করিবেন। মায়াদে (; র অঙ্কে শিশু শাক্য শোভা পাইতেছেন। অসিতদেবল শাক্য শিশুর পূজা করিতে যাইতেছেন। শিশু শাক্য বুদ্ধ হইবেন, জগৎকে প্রবোধিত করিবেন। মারবধূ তাহাকে প্রলোভিত করিতে পারিবে না। দেবকীগর্ভে ভগবানের জন্ম হইয়াছে । যশোদ। তাহার মুখগহবরে নিখিল ব্ৰহ্মাও দেখিলেন । গোপী তাহার ভজন করে ; গোপীর অভিলাষ তিনি পূর্ণ করেন । ধৰ্ম্মরাজ্য র্তাহাকে সংস্থাপন করিতে হইবে । ভুভার তাছাকে হরণ করিতে হুইবে । মানবজাতি, উত্থান কর ; দিবাকর উদিত হইয়াছেন ; তিনি জগতের