পাতা:জিজ্ঞাসা.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] বঙ্গভাষায় অল্পই আছে, এ কথা আমরা সাহসপুৰ্ব্বক বলিতে পারি। র্তাস্থার প্রবন্ধগুলি পাঠ করিলেই বেশ বুঝা যায় ষে, তাহার বক্তব্য বিষয়গুলি স্বনীররাপে আয়ত্ত করিয়া তবে লিখিয়াছেন ; এবং এই কারণেই সেগুলি এত প্রাঞ্জল ও সরস হইয়াছে । রামেন্দ্র বাবু প্রবন্ধোক্ত বিষয়গুলি এত প্রাঞ্জলভাবে বুঝাইয়াছেন যে, যাহার বিজ্ঞানের স্কুল তত্ত্বগুলির বিষয় কিছু জানেন শোনেন, তাহারাই এই পুস্তকে তাহদের জ্ঞানপিপাসা বহুল পরিমাণে পরিতৃপ্ত হইতে দেখিয়া রামেন্দ্র বাবুর নিকট কৃতজ্ঞ হইবেন, ইহাত সন্দেহমাত্র নাই । প্রবন্ধগুলি যেমন একদিকে বৈজ্ঞানিক, অপরদিকে তেমনি কবিত্ত্বপুর্ণ। বোধ হয়, এই বিষয় আমি ঘোষণা না করিলেও গ্রন্থের নামেই পাঠকগণের নিকট সুর্ব্যক্ত হইবে । ‘প্রকৃতি” নাম এক দিকে কঠোর বৈজ্ঞানিকদিগের বিশ্লেষণ-গৃহ স্মরণ করাষ্টয়া দেয়, অপর দিকে মঙ্গলময় ভগবানের মঙ্গল হস্তের সাক্ষীস্বরূপ এই অগণ্য স্বর্য্য চন্দ্র-গ্রহ-নক্ষত্রখচিত, অনন্ত আকাশে বিধৃত, এই শোভনমুনীর জগতের কথাও স্মরণ করাইয়া দেয় । র্তাহার প্রবন্ধগুলি যেমন সুন্দর, তেমনি আবার নানাবিষয়ক । তাহার প্রবন্ধগুলিতে এক দিকে তিনি যেমন সৌরজগতের উৎপত্তি, আকাশতরঙ্গ, প্রাচীন জ্যোতিষ প্রভৃতি বিষয়ে লিপিকুশলতা প্রদর্শন করাষ্টয়াছেন, অপর দিকে পৃথিবীর বয়স, ক্লিফোর্ডের কীট, মৃত্যু প্রভৃতির ব্যাখ্যাকালেও র্তাহার সিদ্ধহস্ত প্রকাশ পাইয়াচে । লিপিকৌশলের সঙ্গে সঙ্গে তাহার প্রত্যেক প্রবন্ধে গবেষণার প্রভূত পরিচয় পাওয়া যায় । আমরা তাহার পরিশ্রমের ফলে অনেক নুতন তথ্য সহজে জানিতে পারিতেছি । 来源 豪 来 পুৰ্ব্বেই বলিয়া আসিয়াছি যে, রামেন্দ্র বাবুর এই পুস্তক খানি বিজ্ঞান-গ্ৰন্থ হইলেও নীরস হয় নাই, প্রত্যুত কবিত্বপূর্ণ হইয়াছে । এই কবিত্ব কেমন এক প্রকার ছায়াময় কবিত্ব, অতৃপ্তির কবিত্ব । সমস্ত পুস্তক খানি আদ্যোপাস্ত পাঠ করিলে কেমন এক প্রকার অতৃপ্তির ভাব, আতঙ্কের ভাব দুঃস্বপ্নের মত বুকের উপর চাপিয়া নৃত্যু করিতে চাহে । যখন তিনি শেষপ্রবন্ধে প্রলয়ের ভীষণ প্রতিকৃতি অঙ্কিত করিয়া নিম্নলিখিত কথায় উপসংহার করিলেন—“পঞ্চাশ বৎসর পূৰ্ব্বে ডাক্তার