পাতা:জিজ্ঞাসা.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ভূমিকা বিবিধ মাসিক পত্রে প্রকাশিত আমার দার্শনিক প্রবন্ধগুলি এই গ্রন্থে সঙ্কলিত হইল। কয়েকটি প্রবন্ধের প্রচুর পরিবর্তন আবশ্বক হইয়াছে। ‘আত্মার অবিনাশিত, মাধ্যাকর্ষণ’ ‘মাক্সওয়েলের ভূত ‘প্রকৃতি-পূজা এই চারিটি প্রবন্ধের নামের ও পরিবর্তন করা গিয়াছে। সৰ্ব্বদেশে ও সৰ্ব্বকালে জ্ঞানিসমাজ যে সকল জাগতিক তথ্য নিরূপণের জন্য ব্যাকুল, তন্মধ্যে কতিপয়ের আলোচনা এই গ্রন্থে স্থান পাইয়াছে । অধিকাংশ স্থলেই আলোচ্য বিষয় বিতণ্ডার ক্ষেত্র । বাদী প্রতিবাদী উভয় পক্ষের মত সঙ্কলনে যথাস্তান ও যথাশক্তি চেষ্টা করিয়াছি । মাসিক পত্রিকার প্রবন্ধের সঙ্কীর্ণ আয়তনের মধ্যে ঐ সকল দুরূহ তত্ত্বের সম্যক্ আলোচনা সম্ভবপর নহে। গ্রন্থকারের এই প্রয়াস জিজ্ঞাসামাত্র । প্ৰবন্ধগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় স্বতন্ত্রভাবে বাহির হইয়ছিল । একই বিষয়ের আলোচনা ঘটায় বহুস্থলে পুনরুক্তি ঘটিয়াছে । তাহার পরিচারের উপায় দেখি নাই । - • বিবিধ বিষয় আলোচিত হইলে ও"প্রবন্ধগুলির মধ্যে একটি অবিচ্ছিন্ন স্বত্র বাহির করা যাইতে পাৰুে কিন্তু আশঙ্কা করি, সেই যুদ্ধের অনেক স্থলে অসঙ্গতি লক্ষিত হইবে । দুরূহ দার্শনিক তত্ত্বের দশ-বৎসরব্যাপী আলোচনায় লেখকের মতের পরিবর্তন ও পরিণতি অবশুম্ভাবী। তজ্জন্ত পাঠকগণের নিকুট জুকম্প প্রার্থনা করি। & - ! - কলিকাত } শ্রীরামেন্দ্রসুন্দর ত্রিবেদী ফাল্গুন, ১৩১০