পাতা:জিজ্ঞাসা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や জিজ্ঞাসা * বা বুঝেন, ততই তিনি আনন্দ পান, সৌন্দর্য্য অনুভব করেন। আবার সেই দুর্ভেদ্য রহস্তের যে ভাগটা কোন মতে আয়ত্ত হয় না, কোন মতে নিয়মের বশে আসে न', সে ভাগট। অারও সুন্দর বলিয়া প্রতীয়মান হয় । আমর। সাধারণ মানুষে, যেটা বুঝি, তাহাতে বিশেষ আরাম পাই ; আবার যেটা বুঝি না, তাহাতে সময়ক্রমে আরও আরাম পাই । যাহা আপাততঃ নিয়মের বাহির, ইংরেজিতে যাহাকে মিরাকল বলে, তাঙ্গার প্রতি মানবমনের প্রবল আকর্ষণ বোধ করি এই জন্ত । অনির্দেশু। অতিপ্রাকৃত শক্তি সেই জন্য সৌন্দর্য্যে মহীয়সী । অনেকের মতে বৈজ্ঞানিকগণ জগতের রহস্য উদঘাটন করিয়া সৌন্দর্য্যের বিনাশে নিযুক্ত আছেন । রামচরিত্রে সীতানিৰ্ব্বাসন অনেকের চোখে ভাল লাগে না, বিশেষতঃ আমাদের মত ইংরেজিওয়ালাদের কাছে । রামচরিত্রের এইটুকু ভাল বুঝা যায় না ; এবং বোধ হয় এই জন্তই ইহা সুন্দর । সমাজশক্তির প্রতিঘাতে মহৎ ব্যক্তির জীবনে সময়ে সময়ে এমন একটা বিপ্লব উপস্থিত করে, যাহাতে তাহার জীবনের গতি কক্ষত্ৰিষ্ট হইয়া যায় । সামাজিক জীবনের এই একটা দুর্ভেদ্য, সুতরাং সুন্দর রহস্ত । বাসস্তী দেবী রামকে সম্মুখে পাইয়া নিরপরাধী সীতার নিৰ্ব্বাসনের জন্য যথেষ্ট তিরস্কার করিয়াছেন ; কিন্তু তিনিই আবার রাম-চরিত্রের এইটুকু বুঝিতে না পারিয়া অথচ রামচরিত্রের লোকোঁত্তর গৌরবে অভিভূত য়া বলিয়াছেন ;–বজ্ৰ হইতে কঠোর, কুসুম হইতে কোমল, লে.কাত্তর চরিত্র কে বুঝতে পারে ? * - যাই হউক সৌন্দৰ্য্য ও তদনুভবঙ্গাত সুণ নইলে মানুষের জীবনযাত্র দুঃসাধ্য হয় ; তাহাতেই মানুষের এই সৌন্দর্য্যস্বজনে ক্ষমতা জন্মিয়াছে, এই অনুমান বোধ করি তাসঙ্গত নহে • সৌন্দৰ্য্যতত্ত্বের আলোচনায় এই কয়টি কথা পাওয়া গেল ।